আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পকলায় সামি ভাষার নাটক



নরওয়ের পেশাদার নাটকের দল ‘ন্যাশনাল সামি থিয়েটার’ বাংলাদেশে তাদের প্রযোজিত ‘প্রিজন’ নাটকের মঞ্চায়ন করে গত ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সেন্টার ফর এশিয়ান থিয়েটারের সহযোগিতায় মঞ্চে ইংরেজি সাবটাইটেলসহ সামি ভাষায় নাটকটি পরিবেশিত হয়। নাটকটি লিখেছেন গ্রিক নাট্যকার লিয়া কারাভিয়া, নির্দেশনা দিয়েছেন বাংলাদেশী নির্দেশক কামালুদ্দিন নীলু, অভিনয় করেছেন ফিনিশীয় অভিনেত্রী আনিতা সুইকারি। নাটকটি সামি ভাষায় অনুবাদ করেছেন সারা মারগ্রেথ ওসকাল এবং এর ইংরেজি পাঠ তৈরি করেছেন নাট্যকার নিজেই। বিভাস্ সামি থিয়েটারের ‘প্রিজন’ নাটকটি প্রকৃত অর্থেই আন্তর্জাতিক।

নাটকটির সামি নাম ‘গিদ্দাগাসাস’। নাট্যকার লিয়া কারাভিয়ার আত্মজৈবনিক নাটক প্রিজন একদলীয় সরকারের নিষ্ঠুর দমননীতির মধ্যে বেঁচে থাকার অনিবার্য সংগ্রাম। নাটকের নিনা চরিত্রটি তার ভাবনা, ধারণা ও মানুষের জন্য ইনসাফে আস্থাবান হওয়ায় কারারুদ্ধ। তার উদ্যমকে ধ্বংস করার জন্য নিপীড়নকারীরা তাকে বন্দি করে রাখে একাকী। কিন্তু নিজের মর্যাদা বজায় রাখা এবং শরীর ও মনকে শক্তিশালী করে তোলার জন্য সে একের পর এক কৌশল উদ্ভাবন করতে থাকে।

‘গিদ্দাগাসাস’ বা ‘প্রিজন’ নাটকটি গত ৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় শুধু আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের জন্য এবং ৮ ডিসেম্বর বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দর্শকদের জন্য প্রদর্শিত হয়। উল্লেখ্য, নাটকটি এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং সমগ্র ইউরোপে এর আগে প্রদর্শিত এবং নাট্যকার নিজেই অভিনেত্রী হিসেবে বহুবার এতে অভিনয় করেছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।