আমাদের কথা খুঁজে নিন

   

বসকে "তেল" মারার প্রতিফল - আজ ফাষ্ট টাইম ধরা খাইছি

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

ম্যাডাম আসতে পারি ? - আস, কি ব্যাপার হঠাৎ এখন না মানে, এমনি -এমনি আবার কেউ আসে নাকি, কাজ নেই হাতে? কাজ নেই আবার, কাজ থুয়ে উঠতেই পারিনা ! - তো এখানে কি? ম্যাডাম আমি আপনার কাজের প্রতি যে শ্রদ্ধা দেখি, আমি ততবারই মুগ্ধ হই, মানুষও কাজ করে কিন্তু আপনাক সবার থেকে ডিফারেন্ট মনে হয়। -আচ্ছা তারপর তারপর এই ধরেন আজ হলিডে, তারপরও বাড়ীর সব কাজ ফেলে এখানে অফিস করছেন, কাজের প্রতি কতটুকু টান না থাকলে এমনটা হয় -তারপর সত্যি ম্যাডাম আমি অনেক বসের সাথে কাজ করেছি কিন্তু আপনার মত এমন সিনসিয়েরাটি, হার্ড ওয়ার্কিং, আমি আগে কখনো দেখিনি। সত্যি বলতে আপনার কাছ থেকে যা পেয়েছি যা শিখেছি তা এই জনমে আর কারও কাছ থেকে পাব কিনা সন্দেহ । -তারপরে আর কি? ম্যাডাম ৫টা তো প্রায় বেজেই গিয়েছে, আজ আসি ! -মানে? মানে আজ একটু চলে যেতে চাচ্ছিলাম ! -তারমানে তুমি এতক্ষন আমাকে পাম দিচ্ছিলে, মানে তেল দিচ্ছিলে? পাম, তেল এগুলো কি ম্যাডাম, এগুলো তো আগে কখনো শুনিনি -আগে শোননি, ন্যাকামী হচ্ছে, বুঝছি ব্যাপারটা তোমার কাছে কি মনে হয় আমি তেলে ভিজে যাওয়া মানুষ ? ছি:ছি; ম্যাডাম এটা কি বললেন, আপনি, পৃথিবী উল্টায়ে গেলেও তো আমি এটা বিশ্বাস করবনা -ঠিক আছে বুঝছি, যাও এটা শেষ করবে কালকের মধ্যে , দুপুরের মধ্যে শেষ চাই, আজ রাত ৯ টা পর্যন্ত কাজ করে অর্ধেক শেষ করবে, আমি এটাই দেখতে চাই। এই কথা বলে একটা এসাইনমেন্ট হাতে দিয়ে দিলেন। বড় দু:খে এ লেখা লিখছি, এসাইমেন্ট রেডী করার মধ্য দিয়ে। সত্যি বসকে তেল মারতে গিয়ে ধরা খেয়েছি, এখন রাত ৯ টা পর্যন্ত। মনের দু:খে কাজ করছি, আজ এক জায়গায় এপোয়ন্টমেন্ট ছিল মিস হল, সে দু:খে কাতর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.