আমাদের কথা খুঁজে নিন

   

কারেন্ট এমপি আর লোডশেডিং এমপি...



যারা কথার পিঠে কথা বলতে পারে, তাদের আমার ভীষন পছন্দ। সঠিক সময়ে সঠিক কথাটি বলতে পারেন যে, তার সেন্স অব হিউমার যথেষ্ঠ থাকা চাই। অনেকদিন চেষ্টা করেও আমি সেটা রপ্ত করতে পারিনি। আমার এক বন্ধু। ওকে যতোটা পছন্দ করি, ততোটাই অপছন্দ করি আমরা সবাই।

ওর হচ্ছে এ.এম (আপাদমস্তক) এবং পি.এম (পা থেকে মাথা) সমস্যা। তারপরও বন্ধুমহলে ওর জনপ্রিয়তা অসম্ভব রকোমের। তার সাথে সাধারণত আমাদের বন্ধুদের কেউই বাসে ভ্রমন করতে চাইনা। সব সময় ও বাসে উঠে হেলপার বা কন্ডাকটরকে উত্তক্ত করবে। এটা তার মজ্জাগত স্বভাব।

খুব ভালোমানুষি চেহারা করে বাসের কন্ডাকটরকে কাছে ডেকে আনবে। তারপর...যা করে, তার ২/১টি উদাহরণ দিচ্ছি : ০ ভাই, দেখেনতো জানালার গ্লাসটা খুলছে না কেনো ? অনেকক্ষণ থেকে চেষ্টা করেও পরছিনা। আসলে সে চেষ্টাতো করেইনি, উপরন্ত বাসের জানালার গ্লাসে কোনো সমস্যা নেই। কন্ডাকটর সামান্য ধাক্কা দিয়েই সেটা খুলে ফেলে। বন্ধুটি খুব সরল গলায় ধন্যবাদ দেয় কন্ডাকটরকে... ০ কন্ডাকটরকে ডেকে আস্তে বলবে- ভাই, আপনাদের বাসের ভেতরে লেখা থুথু ফেলবেন না...তাহলে কি আমি কফ ফেলতে পারবো ? ০ বাসে লেখা থাকে, হাত ও মাথা ভিতরে রাখুন।

ও বলবে- তাহলে কি পা বাইরে রাখা যাবে ? ০ একবার কিছু বখাটে কিসিমের ছেলেদের সাথে আমাদের সে বন্ধুটির লেগে যায়। এক ছেলেতো ভয়ানক হুমকি দিয়ে বসে। এই মারে, সেই মারে অবস্থা। আমরা ভয়ে অস্থির। এক পর্যায়ে বলে, জানিস আমার ভাই কে ? কারেন্ট এমপি...।

আমাদের বন্ধুটি নির্বিকার ভাবে বলে, আমার আপন বড় ভাই হচ্ছেন লোডশেডিং এমপি...। ওর কথা শুনে টাশকি খেয়ে তাকিয়ে থাকে ছোকরাদের দল। সে সুযোগে আমরা কেটে পড়ি...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।