আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন! মণীষীদের কিছু শিক্ষামূলক বাণী-২

নিরপেক্ষ নই,সত্য ও ন্যায়ের পক্ষে ।

পৃথিবীর মহা মণীষীরা সব সময় মানুষকে আলোর পথে, শান্তির পথে, মঙ্গলের পথে আহ্ববান জানিয়েছেন । তাদের সেই মহা মূল্যবান বাণীগুলো মানুষকে অতিতের মত আজ়ো সমানভাবে অনুপ্রানিত করে । মণীষীদের এই রকম কিছু ‘বাণী সমগ্র’র প্রথম কৃস্তি প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া পেয়েছি তাই দ্বিতীয় কৃস্তি প্রকাশ করলাম । আশা রাখি মণীষীদের বাণী নিয়ে সিরিজ লেখার ।

বাণী সমগ্র’র দ্বিতীয় কৃস্তি নিচে তুলে ধরা হল । পৃথিবীর মূল সমস্যা হলো , চালাকদের মন ভরা সন্দেহ আর বোকাদের প্রচন্ড আত্মবিশ্বাস। -চার্লস বুকোস্কি আবেগপ্রবণ লোকেরা নিজেরা যেমন সহজেই ব্যথা পায়, তেমনি অন্যকেও ব্যাথা দিয়ে আনন্দ পায়। -জর্জ ম্যারিডিথ পৃথিবীটা আমার দেশ,সমস্ত মানব জাতি আমার ভাই এবং সবার সাথে ভাল ব্যাবহার করাই আমার ধর্ম। - টমাস পেইন মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন।

অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক |-হুমায়ূন আহমেদ মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম। – রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে । সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি । –আব্রাহাম লিংকন বড় বড় কথা চিন্তা করুন, দ্রুত চিন্তা করুন, অন্যদের থেকে আগে চিন্তা করুন, বিচারের উপর কারও একচেটিয়া অধিকার নেই ।

–ধীরু ভাই আম্বানী ছেলেরা বিয়ের পরে পালটে যাবে এই আশায় মেয়েরা বিয়ে করে, কিন্তু তা হয় না, ছেলেরা এই আশায় বিয়ে করে যে বিয়ের পর মেয়েরা পাল্টাবে না, কিন্তু তারা পালটে যায় । –কবির বেদি তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিছু সময় সবলোককে বোকা বানাতে পারো, কিন্তু সব সময় সব লোককে বোকা বানাতে পারো না । –আব্রাহাম লিংকন আমাদের ভেতরে কি আছে তার থেকে অনেক বেশী গুরু্ত্বপুর্ন হচ্ছে যে, আমাদের সামনে বর্তমানে কি আছে। –রালফ ওয়াল্ডো এমার্সন আমরা কোনো বড় কাজ করতে পারি না, কেবল মাত্র ছোট কাজ বিশাল হৃদয় দিয়ে করতে পারি। –মাদার টেরেসা যে সব বাচ্চাদের বাবা-মা বাচ্চাদের জন্য প্রয়োজনের অতিরিক্ত করেন, সেই সব বাচ্চারা নিজেদের জন্য কিছুই করতে পারে না।

–আলবার্ট হাবার্ড একজন বন্ধু সেই কথাটা বলতে পারে, যে কথা আপনি নিজের সম্বন্ধে বলতে চান না । –ফ্রান্সিস ওয়ার্ড ওয়েলার যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ইশ্বরে বিশ্বাসী হবে । –ফ্রান্সিস বেকন কে, কি করছেন? বারবার সে সবদিকে নজর গেলে নিজে কি করছি, সেটা আর দেখে ওটা হয় না। কাজটাও অসম্পুর্ন থেকে যাই । –ডঃ বিধান চন্দ্র রায় একটা মেয়ের দোষ খুজে বের করতে চাইলে, মেয়েটির বান্ধবীদের কাছে আপনি সেই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন |-বেঞ্জামিন ফ্রান্কলিন স্বপ্ন থাকা খুবই জরুরি…স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না…সারা জীবন শুয়ে থাকলেই তো হয়…-হুমায়ূন আহমেদ নিজেকে কখনই অন্য কারো সাথে তুলনা করবেনা , যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে–বিল গেটস


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.