মনফুলের বাগানে স্বাগতম... ১/
একজন শিক্ষার্থী ইমাম ওয়াকেয়ীর নিকট অভিযোগ করল, যা কিছু পড়ি সব ভুলে যাই, এর কোন প্রতিকার বলুন। ইমাম সাহেব জবাব দিলেন, গুনাহ ত্যাগ কর। কারন এলেম আল্লাহ প্রদত্ত নূর বিশেষ। আল্লাহর নূর কখনো গুনাহগারের অন্তরে বাসা বাঁধতে পারে না।
২/
পাখি দুই পাখা দ্বারা উড়ে কিন্তু সাহসী লোকগণ সাহসে ভর করেই উড়তে পারে।
- সুয়ুতী
৩/
কোন বন্ধু যদি তোমার কোন গোপন কথা ফাঁস করে দেয় তবে সেজন্য তাকে দোষ না দিয়ে তুমি নিজেকে শাসন করিও। কেননা নিজের গোপন কথা তুমি তার নিকট প্রকাশ করলে কেন? - আমর ইবনুল আস (রাঃ)
৪/
প্রত্যেক কাজেরই একটি মাধুর্য আছে। সৎকর্মের মাধুর্য হলো সুযোগ পাওয়ামাত্রই তা করে ফেলা। - হযরত ওমর (রাঃ)
৫/
ক্ষমা এবং নম্রতা আত্নার যাকাতস্বরুপ। - তারতুসী
৬/
একব্যক্তি হযরত ওমরকে জিজ্ঞেস করলেন , আপনি সঙ্গে কোন দেহরক্ষী রাখেন না কেন? হযরত ওমর জবাব দিলেন, আমাকে রক্ষা করা জনগণের দায়িত্ব নয়, জনগণকে রক্ষা করাই আমার দায়িত্ব।
৭/
একবার হযরত ইমাম হোসাইন (রাঃ) তাঁর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে জাফরকে বললেন, তুমি ভাই দান খয়রাতের ব্যাপারে হাত একটু বেশি লম্বা করে ফেলছ।
জবাবে জাফর বললেন, কি করি ভাই, আল্লাহপাক আজকাল আমাকে দেয়ার ব্যাপারেও হাতটা একটু বেশি লম্বা করে ফেলেছেন। এখন ভয় হয় যদি আমি অভ্যাস পরিবর্তন করি তবে তাঁর নিয়মও যদি পরিবর্তন হয়ে যায়?
-------------------------------------------------------------
সূত্র - কুড়ানো মানিক - মাওলানা মুহিউদ্দিন খান - মদীনা পাবলিকেশান্স
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।