নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!
অ-অর্থনীতিবিদ হিসেবে আমি এটাকে মন্দা না বলে কৃত্রিম ফুলে উঠার স্বাভাবিক পতন বলতে আরাম বোধ করি। বুঝলেননা, ধরা যাক চাকুরীজিবি কামাল পরিবারের সবকিছু মিলিয়ে আয় বাৎসরিক ৬ লাখ টাকা। রাজাবাজারের বাসা, মতিঝিলের অফিস, পান্থপথের কাচাঁবাজার, স্টার সিনেপ্লেক্স, স্ত্রী বীথি ও ২ বাচ্চা সহ ৬ মাসে ৯ মাসে কক্সবাজার বা সিলেট এভাবে কাটছে তাদের টিপিক্যাল মধ্যবিত্ত লাইফ। একদিন চীন প্রবাসী বড় ভাই কিছু টাকা পাঠালেন জামা রাখার জন্য। ইতোমধ্যে ব্র্যাক ব্যাংকের সেলসমেনের চাপে বা কুবুদ্ধিতে উনি একটা কার লোন ও নিয়ে ফেলেন।
DBH এর লোকও ঘুরঘুর করছে একটা হোমলোন গছিয়ে দেয়ার জন্য। একদিন দিলও। পশ্চিম ধানমন্ডির নামে মধুবাজারে! এদিকে Alicoর পলিসিওয়ালার লোভাতুর দৃস্টি আর কদ্দিন ঠেকানো যাবে কে জানে? নন্দন ওয়ালারা মেম্বারশিপ ছেড়েছে যাতে মাসে ১০ হাজার টাকার বাজার করলে ১ হাজার টাকা মূলা, গাজর ইত্যাদি প্রি। তাই সাড়ে সাত হাজার টাকার মাসের বাজার টা গিন্নি টেনে টুনে ১০ এ নিয়ে গেলেন! সবকিছু মিলিয়ে ৫০ হাজার/মাস কামাল ভাইয়ের সংসার একলাফে ১লাখ/মাসের স্টাটাস ধারন করল। একটা ড্রাইভার, বুয়া কাজ পেল।
কিন্তু BRAC Bank এর লোনটা উনি কিছুদিন পর ডিফল্ট করলেন। খবর পেল EBL. কইল, চিন্তা নাই আপনার বাড়িটার ভেল্যু অনেক বেশী। ঐটা এখন ৫০ লাখটাকা। সো নো চিন্তা DBH এর গুস্টি মারেন। হেগো টেকা আমরা দিলাম, এক্সট্রা নেন আরো ২৫ লাখ।
বাহ্! জীবন কত সুন্দর। BRAC এর লোন resheduled. ঘরে নয়া ফার্নিচার। উনার ঘরে নানাবিধ সাপ্লাইয়ারের সুদিন- বস্তু বা সেবা।
মনে রাইখেন, কামাল ভাইর চাকরী কি্ন্তু পুরানটা!
কিন্তু দু দুটি লোনের কিস্তি, উর্ধমুখি বাজারদর, সদ্য করতলগত স্ট্যটাস ও উহার প্রতিরক্ষাজনিত ব্যয়, চাকর বাকরদের বেতন সবমিলিয়ে একসময় আর পরে উঠলেন না। লক্ষ লক্ষ কামাল একই পীরের মুরিদ হওয়ায় কৃত্রিম ধানমন্ডির ফ্লাটটার 'ভেল্যু' আর বিকোচ্ছেনা।
এদিকে EBL BRAC এর কড়া নোটিশ। Alico র কাছে গেলে বলল- 'আগে মরেন!'
একদা প্রভাতে কামাল ভাই ফেরার। সপরিবারে। সাপ্লাইয়ারদের মাথায় হাত। না, পাওনা নেই।
কিন্তু নতুন অর্ডারের কি হইব? মংগা অন্চলের কাজের বুয়া আবার ফিরে গেলেন গংগাচরা। টিউটর বাবু একমাসের বকেয়ার ক্লেদ নিয়ে হাঁঠা দিলেন পলাশীর দিকে।
সুবেহ সাদেক পত্রিকায় বিরাট শিরোনাম- মন্দা কবলিত কামাল ভাই। ঢেউ আসছে সুবেহ সাদেকের অফিসেও। কারণ উনি একজন নিয়মিত ক্রেতা ছিলেন! (চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।