২০১২ সালের শেষ তিন মাসেও ফ্রান্সে একই অঙ্কের নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। টানা ছয়মাসের এমন নেতিবাচক প্রবৃদ্ধিকেই কোনো দেশের অর্থনৈতিক মন্দা হিসেবে ধরা হয়।
ফ্রান্সে বেশ কিছুদিন ধরে বেকারত্ব, ব্যবসায়িক মন্দা এবং ক্রেতাদের অাস্থাহীনতার ব্যাপারটি লক্ষ্যণীয় মাত্রায় দেখা যাচ্ছে।কেবল ফ্রান্সই নয় বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, ইউরোজোনের অন্যান্য দেশেও মন্দা দেখা যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের(ইইউ)পরিসংখ্যান কার্যালয় ‘ইউরোস্টেট’ তথ্য মতে, ১৭ দেশের ইউরোজোনে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে ০ দশমিক ২ শতাংশ। ইইউ এর ৯টি দেশে এখন মন্দা বিরাজ করছে।
জার্মানিকে ইউরোজোনের সব চেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে মনে করা হয়।কিন্তু বছরের প্রথম তিন মাসে দেশটির প্রবৃদ্ধি বেড়েছে মাত্র ০ দশমিক ১ শতাংশ।
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সর্বশেষ বৈঠকে প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সুদের হার রেকর্ড ০ দশমিক ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।