গালাগালি নিষেধ। সোজা কথা বলা মানুষ-বাস্তব জীবনে যে কারণে আমি অন্যের চক্ষুশূল।
চারকি-বারকির বড়ই আকাল। পুলাপানের খালি চাকরি যাইতেছে। কুনু জবও নাইক্কা।
পুলাপানের অবস্হা দেইখা আমিও শংকিত। এই বাজারে চারকি গেলে কামলা খাটা ছাড়া গতিক নাই। তয় আমার মত মেলা পাবলিক আছে যারা রাস্তাঘাটে অলরেডি ঘুরতাছে আর কামলা খুজতাছে। তাই এই বাজারে কামলা পাইতেও খবর আছে। কি করুম বুঝতাছি না।
আইচ্ছা এই অর্থনৈতিক মন্দার কতা কইয়া টিভি লুকজন মুখে ফেনা তউইলা ফেলছে। মাগার আমি বলদ বাঙ্গালি এখনও বুঝতাছি না এই ব্যাপারটা কি? আসলেই কি "ইকুনুমি সোলো" হইয়া যায়? এই কতার মানে কি? জব গেলে কই যামু আমরা? রাস্তায় বসা ছাড়া তো উপায় থাকব না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।