আমাদের কথা খুঁজে নিন

   

"আমি জানি না, তোমার পায় কি না" !

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই ।তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই । শাহবাগে আন্দোলন রত আমার বোনটাকে পতিতা বলে যখন সম্বোধন করা হয়, রাস্তার মেয়ে বলে ডাকা হয়, তীব্র ক্রোধে প্রচন্ড রাগে থরথর করে কেঁপে উঠি আমি ; আক্রোশ চাপা থাকে পাথরবোঝা হয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয় আমার ভীষন কান্না পায় ; আমি জানি না, তোমার পায় কি না ! পুলিশের আঙ্গুল যখন চোখ উপড়ে নেয় লাঠির বাড়ি যখন পড়ে আমার ভাইয়ের দেহে গুলিবিদ্ধ ভাইটিকে দেখে বুকটা হু হু করে কেঁদে উঠে ; আমার ভীষন কান্না পায় আমি জানি না, তোমার পায় কি না ! পিকেটারের আঘাতে পুলিশ ভাইয়ের রক্তাক্ত দেহ দেখে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠে আমি বাকরুদ্ধ হয়ে যায় ; নীল-আতংক নিয়ে ঠোট চাপা কান্না পায় আমার ; আমি জানি না তোমার পায় কি না ! ফেসবুকে আমার বন্ধুর নিথর ছবি যা ছিল কাল মায়াভরা হাসিখুশী মুখ যার সাথে কালই আমি মজা করেছি হাসি আর মিথ্যা অভিমানে ; সেই তার এমন নীরব চলে যাওয়া আমার হৃদয় সয়তে পারে না ; শিহরিত মনে জোড়া নয়নে শ্রাবনের জল জমে কান্না ধরে রাখতে পারি না আমি জানি না, আমি সত্যি জানি না তোমার এমন হয় কি না, এমন কান্না পায় কি না ! ___________________############______________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.