প্রথমেই আমি তাকে যাদু করতাম
হোমিওপ্যাথি নিয়ে বিতর্ক নতুন নয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা থেকে দেখা গেছে হোমিওপ্যাথির তাত্ত্বিক দিকটি অত্যন্ত দুর্বল এবং এর মাধ্যমে রোগ নিরাময়ের সম্ভাবনা ক্ষীণ । এখানে একটি উদাহরণ এবং কেন একে নিরুতসাহিত করা উচিত সেটি বলা হয়েছে ।
বিজ্ঞান এবং হো্মিওপ্যাথি
ল্যাডাম প্যালাস্ট্রে নামে হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে যা মাথা ব্যথা পিঠ ব্যথা সহ নানান রোগের উপশমের জন্য ব্যবহুত হয় ।
এই ওষুধটির এর মূল উপাদান মার্শ লাবর্রাডর নামে একধরনের চা যাকে ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ গুণ পানির সঙ্গে মেশানো হয় ।
এখন এরকম শক্তিশালী ওষুধে পানির আনুপাতিক হার এত বেশী যে এতে আক্ষরিক অর্থে সেই চায়ের একটি অণুও থাকার কথা না, (হয়তো ওয়াসার পানিতে এর চেয়ে বেশী সেই চায়ের অনু পাওয়া যাবে) , অতএব এই ওষুধ খেয়ে
হোমিওপ্যাথির পক্ষের লোকজন এ থেকে উপকার পাওয়ার কোন কারণ নাই । যদি পেয়েই থাকে সেটি সম্ভবত: রোগীর মানসিক কারণে(নিচে প্লাসিবোর কথা বলা হয়েছে) । বিস্তারিত দেখুন
মেডিক্যাল সাইন্সে প্লাসিবো বলে একটি টার্ম আছে । প্লাসিবো তে রোগীর মন রক্ষার জন্য অষুধের নামে নিছক পানি বা চিনি দিয়ে বানানো ট্যাবলেট দেয়া হয় । এতে মানসিক বিশ্বাসের কারণে কোন কোন ক্ষেত্রে মামুলী রোগ সেরে যায় ।
কিন্তু প্লাসিবো কোন প্রমাণিত কার্যকর রোগ নিরাময় পদ্ধতি নয় । এবং এটি রোগ নিরাময়ের বিকল্পও নয় ।
ঝাড়ফুকে রোগীর রোগ সেরে যায় এমন ঘটনা শোনা গেছে (সম্ভবত একই প্লাসিবো যোগ)। এর জন্য যেমন ঝাড়ফুককে বিজ্ঞানসম্মত বলতে পারবেন না । সেই একই কারণে হোমিওপ্যাথিকে কখনো রোগের নিরাময় ঘটাতে পারলেও চিকিৎসকরা সমর্থণ করতে পারেন না ।
http://en.wikipedia.org/wiki/Homeopathy অনুযায়ী:
Claims of homeopathy's efficacy beyond the placebo effect are unsupported by the collective weight of scientific and clinical evidence.[11][12][13][14][15] Specific pharmacological effect with no active molecules is scientifically implausible[16][17] and violates fundamental principles of science,[18] including the law of mass action.[18] Supporters claim a few high-quality studies support the efficacy of homeopathy; however, the studies they point to are not definitive and have not been replicated,[19] several high-quality studies exist showing no evidence for any effect from homeopathy, and studies of homeopathic remedies have generally been shown to have problems that prevent them from being considered unambiguous evidence for homeopathy's efficacy.[11][13][14][20][21] The lack of convincing scientific evidence supporting homeopathy's efficacy[15] and its use of remedies lacking active ingredients have caused homeopathy to be described as pseudoscience[22] and quackery.[23][24]
কেন এটি বন্ধ করা প্রয়োজন
"হোমিও" ওষুধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই (যেমন নেই পানির )। কিন্তু হোমিওচিকিত্সার যেহেতু দুরারোগ্য ব্যাধীতে কোন প্রমানিত সমাধান দিতে পারেনা । আক্রান্ত অনেক রোগী সময় অর্থ নষ্ট করে তাদের জীবন হারায় । কখনো শেষ মুহুর্তে এলোপ্যাথিক চিকিত্সায় দ্বারগ্রস্ত হলেও অনেক দেরী হয়ে যায় । সামহোয়ারইনের ব্লগার নিশাচর সম্প্রতি এমনই একটি ঘটনার সম্মুখীন হয়েছে ।
এবং তার চিকিত্সা বিড়ম্বনা র কাহিনী শুনে এই পোষ্ট টি লিখছি ।
হোমিওপ্যাথি যারা চর্চা করছেন তাদের সততা পরবর্তী বিষয়। এর গোড়াটাই নড়বড়ে । যারা হোমিওপ্যাথি চর্চা করে তাদের ডাক্তার হবার জন্য হোমিও ম্যাটেরিয়া মেডিকা জাতীয় কিছু রেফারেন্স বই ছাড়া কিছু লাগে না । যেখানে প্রতিনিয়ন নতুন রোগ এবং তার প্রতিকার নিয়ে গবেষণা হচ্ছে সেখানে হোমিওপ্যাথি কিভাবে নিজেদের আপডেট করেছে সেটিও চিন্তার বিষয়।
ভন্ডামী হলো আরেকটি সমস্যা । সরকার রোগের বিশেষজ্ঞদের কোন নিয়ন্ত্রণ নেয় কিনা জানা নেই । ডাক্তার হতে হলে কিছু নিয়ম কানুন, পরীক্ষার দরকার হয় । এবং সেই ডিগ্রীটি তত সহজ নয় ।
হোমিওপ্যাথিতে যেহেতু বৈজ্ঞানিক কোন পদ্ধতি নয় , ঢাকায় ঘুরলে দেখতে পাবেন প্রায় প্রতিটি হোমিওপ্যাথিক ডিসপেন্সারীতে সর্দি-কাশী থেকে শুরু করে ক্যানসার আলসার সব রোগের চিকিত্সা করা হয় ।
ইতিমধ্যে অনলাইন সাইট খুলে রোগী ধরাও শুরু হয়েছে । http://www.dhakahomeo.com/Images/doctor2.jpg
দেখুন নিচের লিংকটি । http://www.dhakahomeo.com/cure.html
সঠিক তথ্যের প্রচার প্রয়োজন
ভেষজ ওষুধ তথা আয়ুর্বেদিক ওষুধের নাম করে প্রতারণার বিষয়টি নানান সময় পত্র পত্রিকায় এসেছে । টিভিতে প্রতিবেদনও প্রচার করা হয়েছে । কিন্তু হোমিওপ্যাথির বিরুদ্ধে কেউ কথা বলেনি ।
এ বিষয়ে মেডিসিনে বিশেষজ্ঞদের কাছ থেকে উদ্যোগ আশা করছি এবং মিডিয়াতে জিনিসটি স্পষ্টভাবে ব্যাখ্যা করা দরকার।
সরকারী নির্দেশের মাধ্যমে হোমিওপ্যাথিক ডাক্তারী অবৈধ ঘোষণা করে যারা প্রতারণার মাধ্যমে পয়সা উপার্জনের জন্য হোমিওপ্যাথিকে ব্যবহার করছে তাদের বিরূদ্ধে ব্যবস্হা নেয়া হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।