এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
ফুয়াদের "বন্য" এলবামের একটা গান।
গায়িকার নাম "আনিলা"। ভাল লাগলো বলে শেয়ার করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন।
কে বাশি বাজায় রে,
মন কেন নাচায় রে;
আমার প্রাণ যে মানেনা,
কিছুই ভাল লাগেনা।
কে বাশি বাজায় রে,
মন কেন নাচায় রে;
আমার প্রাণ যে মানেনা,
কিছুই ভাল লাগেনা।
ঐ বাশিটি বিষের বাশি, তবু কেন ভালবাসি;
লগ্ন ভোরে আড়াল থেকে, দেখেছি পোড়াহাসি।
ঐ বাশিটি বিষের বাশি, তবু কেন ভালবাসি;
লগ্ন ভোরে আড়াল থেকে, দেখেছি পোড়াহাসি।
সেযে হৃদয় কখন, করলো হরণ, কিছুই জানিনা।
আমার প্রাণ যে মানেনা,
কিচ্ছুই ভাল লাগেনা।
কে বাশি বাজায় রে,
মন কেন নাচায় রে;
আমার প্রাণ যে মানেনা,
কিচ্ছুই ভাল লাগেনা।
নাম ধরে সে ডাকেনা যে, তবু কেন মরি লাজে;
মন যেন আজ একা একা, বসেনা কোন কাজে।
নাম ধরে সে ডাকেনা যে, তবু কেন মরি লাজে;
মন যেন আজ একা একা, বসেনা কোন কাজে।
সেযে চুপিসারে আমায় কেন দেখেও দেখেনা।
আমার প্রাণ যে মানেনা,
কিছুই ভাল লাগেনা।
কে বাশি বাজায় রে,
মন কেন নাচায় রে;
আমার প্রাণ যে মানেনা,
কিছুই ভাল লাগেনা।
কে বাশি বাজায় রে,
মন কেন নাচায় রে;
আমার প্রাণ যে মানেনা,
কিছুই ভাল লাগেনা।
আমার প্রাণ যে মানেনা,
কিছুই ভাল লাগেনা।
আমার প্রাণ যে মানেনা,
কিছুই ভাল লাগেনা।
ডাউনলোড লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।