আমাদের কথা খুঁজে নিন

   

গরিবের কথা বাশি হলে ফলে।!!!!!

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

গত এক দেড় মাস যাবৎ যারাই বলছেন যে দেশে বিশেষ করে ঢাকায় চাদাবাজি ও ছিনতাই বেড়ে গেছে তাদের সবাইকেই বিভিন্ন কথা শুনতে হয়েছে। এই ব্লগের অনেকেই তাদেরকে বিশেষ একটি দলের সমর্থক বলেছেন। এমনকি রাজাকার, পাকিস্তান পন্থী ও স্বাধীনতার বিরোধী বলতেও পিছপা হননি। আমি নিয়োমিত পত্রিকা পড়ি না। তবে গতকাল একসঙ্গে কয়েকদিনের পত্রিকা পড়ে দখি যে কয়েকটি পত্রিকায় কয়েকদিন যাবৎ ঢাকার পরিস্থিতি নিয়ে লেখা হচ্ছে।

আমি জানি আমার লিখাটিও অনেকের গা জ্বলনির কারন হবে। কিন্ত্তু সত্য এমনই। যেমন সরকার একসময় বলেছিল দেশে কোন জঙ্গি নেই সব মিডিয়ার সৃষ্টি। একসময় তাদেরও মানতে হয়েছে যে বাংলা ভাই আছে। যদি একটু আগে মানতো তাহলে হয়ত কিছু প্রান অকালে ঝরে যেত না।

ঠিক এমনই এখনও সরকার বলেছিল আইন শৃঙ্খলার অবস্থা ভালো, যা হচ্ছে সেগুলো বিরোধী দলের কোন্দল। জানি একসময় এই সরকারও মানবে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, কিন্ত্তু আরো আগে যদি বোধোদয় হত তাহলে হয়ত অনেক প্রাণ বেচে যেত। কিছুদিন আগে মগবাজারে ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন এনটিভির একজন। একই স্থানে পুলিশের একজন গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছিলেন তার একদিন পূর্বে তখন যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হতো তাহলে হয়ত একই জায়গায় আর একটি ঘটনা ঘটত না। কেন যেন সরকার কখনো সাধারন মানুষের কথা শুনে না।

এ বিষয়ে একটি গল্প বলি এক রাজ্যে ছিল এক সুন্দরী রানী, এক প্রজা এল তার কাছে বলল আমার শুধু ক্ষিদে পায় পর্যাপ্ত খেতে পাই নে। রানী বললেন সব চক্রান্ত, বরং তোমরা এখন বেশী খাবার পাচ্ছ তাই খেয়ে খেয়ে পাকস্থলী বড় হয়ে গিয়েছে এজন্য এখন তোমাদের বেশী ক্ষিদে পাচ্ছে। কি আর করা রানী একটু কম শিক্ষিত তাই হয়ত এরকম বলছেন। একসময় দিন বদলালো। দেশে এলো এক শিক্ষিত রানী।

এবারো প্রজাদের একই আর্জি - শুধু ক্ষিদে পায় পর্যাপ্ত খেতে পাই নে। রানী বলছে কে বলেছে এসব কথা, সব ষড়যন্ত্র। আগের আমলে তো তোমরা এটুকুও খেতে পেতে না। তখন তো তোমাদের আরও বেশী ক্ষিদে পেত। এখন যেটুকু ক্ষিদে পায় সব আগের রানীর যাদু।

হায়!! তাদেরকে কে বোঝাবে ক্ষিদে পাওয়া প্রাকৃতিক এতে তাদের কোন দোষ নেই। তাদের শুধু উচিৎ অন্যের দোষ না দিয়ে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার চেষ্টা করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।