আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের অভিবাবক ও আমরা।

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের......

৭২০ ধারার মামলা। মামলাটি আমার কাছে বেশ গুরুত্ব পূর্ন ও উল্লেখ যোগ্য মনে হয়েছে। মামলার মূল আসামি হচ্ছে অভিবাবক ও আমাদের সমাজ এবং সামাজিক পরিবেশ। আর বাদী পক্ষ হচ্ছে নতুন সূর্যের আলোয় আলকিত তরুন তরুনীরা। অনেকের মনে প্রশ্ন হতে পারে উকিল কে এবং এর সুষ্ঠ বিচারক ও বা কে ?? এই মামলার জন্য উকিল হিসেবে তরুন তরুনীদের চাইতে যারা একটু বড় তাদের এবং বিচারক হিসেবে সমাজের বিবেকবান মানুষের বিবেক কে গন্য করা যেতে পারে।

এতক্ষন মামলার সাথে যুক্ত বাদী এবং বিবাদী কারা তা বলা হল । এইবার আমরা সমস্যা গুলো নিয়ে আলোচনা করতে পারি। প্রথমে অভিবাবক দের কথা পেশ কারা যাক। তাদের বরাবরই অভিযোগ কোন তরুন তরুনী বেশী মেলামেশা করতে পারবে না, এমন কি মোবাইল ফোন ও বেশী কথা বলতে পারবে না। কারো কারো মনে শারীরিক ব্যাপারটি ও উঁকি দিতে পারে।

এখানে একটা বিষয় স্পষ্ট হওয়া ভালো তরুন তরুনী রা যদি চিঠি বা মোবাইল ফোন এর মাধ্যমে বন্ধুত্ব করে তাহলে আর শারিরীক বিষয় আসে না। কিন্তু তারপর ও অভিযোগ বিদ্যমান । এক্ষেত্রে তরুন তরুনী দের মন মানশিকতা যেমন ছোট হয়ে আসছে তেমনি করে তারা হয়ে যাচ্ছে কারাগারে বন্দি। বেশীর ভাগ তরুনীদের ক্ষেত্রে দেখা যায় তাদের বাবার চিন্তা একটু বেশী , আর তরুনীরা যদি হয় একটু রুপবতী তাহলে তো আর কথাই নেই। অভিবাবকদের অপর একটি অভিযোগের দিকে দৃষ্টি দেওয়া যাক , সমস্যাটা হল তরুন তরুনীদের জীবনের প্রেম ভালবাসা নিয়ে।

যৌবনে যখন কোন তরুন তরুনী প্রেমে জড়িয়ে যায়, তখন তাদের উপর দিয়ে বয়ে যায় অনেক বৈশাখী ঝড়। বংশ , অর্থ , প্রতিপত্তি , সামাজিক স্থান , বয়স, শিক্ষা সব কিছুর সাথে তুলনা করা হয়ে থাকে। যদি তাদের সন্তান কো- এডুকেশনে শিক্ষা অর্জন করে থাকে , তখন সন্তানের প্রতি অনেক আদেশ, জীবন সম্পর্কে অনেক উপদেশ দিয়ে থাকেন। ময়েদের ক্ষেত্রে, ছেলেদের কাছ থেকে ১০ হাত দূরে থাকতে, আর যদি সৌভাগ্য ক্রমে বন্ধু হয়ে যায় তাহলে ঘনিষ্ট কম হতে। ছেলেদের অভিবাকরা মনে করে ছেলেদের সাথে যে মেয়ের মেলামেশা বা খাতির বেশী থাকে সে মেয়ে যেন কারো যোগ্য সন্তান না।

বাবা মা সে মেয়েকে সঠিক শিক্ষা দেইনি। বন্ধু হতে পারবে কিন্তু হাত ধরতে পারবে না, বা শিক্ষা সফরে গেলে একসাথে ছবি তুলতে পারবে না। এখন কথা হচ্ছে যে সব ছেলে মেয়ে একই সাথে একই নিয়মের মধ্যে পড়াশুনা করে তকন তাদের......... চলবে.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।