ধ্রৌব্য
একদিন জ্বর হবে
আমারও জ্বর হবে ডানা ভেঙে...
কালের ধুলায় রয়ে যাবে ছায়া ছায়া রোদরাঙাপরী
বিবর্ণ
অহ বৈতালিক!
ঐ দূরে নৃত্যরত অগ্নি সহচরে...
আর আমারে দিয়ো না জন্মের দোহাই
আয়ুমূলে বন্ধক রাখি ভুল, বিষল্যকরণী
বন্ধু হে
এমন নির্ঘুম রাতে
ঘুমের ভেতরে কে তুমি হেটে যাও বেহুলা নগর...
দুই
তোমার শহরে পূর্ণিমা পাহারা দেই
আমি আর অন্ধকার পরষ্পর...
আদিম অভিযাত্রীরা রোদের উঠোনে পরাণ বিছিয়েছে
সাপের মগজে বেড়ে-ওঠে হরিণের রূপ
ভ্রাতা সব দূরে যায়...
ভগ্নিরা পাঠ করে পাখির উড়াল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।