যুদ্ধ শুরু হয়ে গেছে, এবার টেরাম টেরাম যুদ্ধ হবে.....
ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেলো বসুন্ধরা শপিং মলের বেশ কয়েকটি ফ্লোর। খবরে প্রকাশ সেই সব ফ্লোর গুলাতে নাকি শুধু মালিক পক্ষের অফিস ছিল। এটাও জানা যাচ্ছে, এই শপিং কমপ্লেক্স নাকি অত্যাধুনিক অগ্নি নির্বাপক যন্ত্র দ্বারা রক্ষিত মানে বিল্টইন অবস্থায় নাকি ছিল। এবং সেগুলো অটোমেটিক। মানে অটোমেটিক ফায়ার এষ্টিংগুইশার।
স্মোক ডিটেকশন ডিভাইস ওগুলো। একটা নির্দিষ্ট পরিমান স্মোক সেই ডিভাইজের সেন্সরে লাগার সাথে সাথে নাকি গ্যাস ও পানি স্প্রে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন সেগুলো কাজ করলো না। নাকি কাজ করতে দেয়া হয়নি। কোনটা? এটাকি কোন নাশকতা নাকি দুর্ঘটনা? যদি দুর্ঘটনা হয় তবে কেন ঐ ডিভাইসগুলো কাজ করলো না।
আবার সিসিটিভিতে তো সব রেকর্ড হয়েছে তাহলে নিশ্চই এতক্ষন সেগুলো দেখা হয়েছে। তবে আগুন লাগার কারণ ও বিস্তারের কারণ কেন এখনও আমরা জানিনা? তবে ভিতরে কি কোন গোপন কথা আছে?
এই ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনারা মনে করেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।