আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরায় হচ্ছে দেশের সর্ববৃহৎ মসজিদ

রাজধানীর বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণ করা হচ্ছে দেশের সর্ববৃহৎ মসজিদ। গতকাল সকালে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। বসুন্ধরা আবাসিক এলাকার 'এন' ব্লকে সোয়া লাখ বর্গফুট জায়গার ওপর নির্মিত হচ্ছে এ মসজিদটি। লক্ষাধিক মুসল্লি এই মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নান্দনিক স্থাপত্যরীতি অনুসরণ করে দেশে এই প্রথম বৃহৎ একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন দেশের খ্যাতনামা মুফতি আবদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি মোহাম্মদ বেলায়েত হোসেন, ডিএমডি তৌহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল কালাম শামীম, নির্বাহী পরিচালক ইমরুল হাসান, সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার নাজমুল আলম ভূঁইয়া, সিনিয়র জেনারেল ম্যানেজার নাজমুল হক, ইডি (এএইচআর) ক্যাপ. (অব.) শেখ এহসান রেজা, ইডি শহিদ হাসান লীন প্রমুখ।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.