ব্যস্ততা আমাকে দেয়না অবসর.....
বিদায় নিলো ফাগুন মাস।
ফাগুন মানে আলাদা এক অনুভূতি, ফাগুন মানে মন কাড়া ভালোবাসার দিন। তবে এবছরের ফাগুন ছিল আমাদের জন্যে বিষাদময়। শুরুটা শুভ হলেও শেষ দিকে এসে বিষাদ ভর করে দেশটিকে ঘিরে। একদিকে পিলখানার নারকীয় পীড়াদয়ক হত্যাকান্ড..তার শোক বহন করতে না করতে যশোরে হেলিকপ্টার দূর্ঘটনার আবার শোক পালন।
আসলে শোকের বোঝা অনেক কষ্টের । সেই শোকের রেশ কাটতে না কাটতে ফাগুনের শেষ সময়ে এসে বসুন্ধরা সপিং মলে ফাগুনের শেষ আগুন ঝরা বিদায় সম্ভাষন।
এভাবে কী দিন চলে বলেন। এমনিতেই আমরা পোড় খাওয়া জাতি। যখনই সুখ এসে ধরা দেয় সুখের সীমানায় তখনই বিষাদ ছুঁয়ে যায় তার সীমারেখার।
আর জীবন পরিসরে ....ফাগুন নিয়ে হাজারো স্বপ্ন। ভালোবাসার মানুষকে নিয়ে, প্রিয় কোন বন্ধু কিংবা বান্ধবীকে নিয়ে কত স্বপ্ন বুনা। সংসারে স্ত্রী, প্রিয় সন্তান আর সংসার নিয়ে ফাগুনে দেখেছি কত শত স্বপ্ন। সব কী হয় পুরন। কবির ভাষায় ...
আমি দেখেছি ফুলের জন্য মৃতের শয্যা পাশে বসে
জন্মান্ধ মেয়েকে জ্যোস্নার ধারনা দেবো বলে ,
আজো এ মরু রাত্রি জাগিয়ে রাখি।
সেই রাত্রি চোখ থেকে চোখে পাঠালো সংকেত।
আর আমি .................
চেয়েছিলাম এ ফাগুনে ছড়াবো ভালোবাসার আগুন। বেঁধে নেবো ভালোবাসার বাহুডোরে প্রিয় কোন ছায়াসঙ্গী। কিন্তু...................
সখের দেশে সুখের আগুন ছড়ানো কঠিন। এখানে বাস্তবতার আগুন বড় নির্মম।
তবুও বিদায় ফাগুন....মূঁছে যাক্ গ্লানি আবার আসুক ফাগুন দৃঢ় প্রত্যয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।