আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার আলতামাশ বনাম ব্লগার শুধু মুসলিম, বিতর্কের বিষয়-প্রচলিত মাযহাবের অনুসারিগণ কাফের-মুশরিক?!!

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত আসসালামু আলাইকুমু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ব্লগার এবং পাঠক, এই ব্লগে বিগত কয়েকদিন যাবত ব্লগার শুধু মুসলিম@ প্রচারণা চালাচ্ছিলেন যে প্রচলিত মাযহাবের অনুসারীগণ কাফের-মুশরিক। আমি হানাফি মাযহাবের অনুসারি। তার এই বিরামহীন প্রচারনায় আমি মানসিকভাবে কিছুটা হলেও ব্যথিত হই। যদিও আমি আলেমে দ্বীন নই, তবু সত্যে উপনিত হওয়ার আশায় ব্লগার শুধু মুসলিম@ এর সাথে আমার বিতর্কের জন্য আজকের এই পোস্টের অবতারনা।

বিষয়ঃ এই পোস্টে ব্লগার শুধু মুসলিম প্রমাণ করার চেস্টা করবেন, প্রচলিত মাযহাবের অনুসারিগণ কাফের-মুশরিক। আমি তার কথাগুলো খন্ডন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পোস্টের মূলনীতি হিসাবে গ্রহণ করার জন্য ব্লগার শুধু মুসলিম যে প্রস্তাবগুলো দিয়েছেন, দলিল হিসেবে আসবেঃ- ১। কোরআন ২। সহীহ হাদিস [সহীহ লি যাতিহী ও সহীহ লি গইরিহি] ৩।

হাসান হাদিস [হাসান লি যাতিহী ও হাসান লি গইরিহি] ৪। সাহাবাদের আমল শর্তাবলীঃ- ১। কোন আলেমের ফাতওয়া """"দলিল""" হিসেবে আসবে না। দলিল শুধু কোরআন, হাদিস এবং সাহাবারা। ২।

কোন আলেমের বক্তব্য বা আমল দলিল হিসেবে আসবে না। ৩। কোন তাবেয়ীর বক্তব্য বা আমল দলিল হিসেবে গ্রহণ যোগ্য হবে না। গুরুত্বপূর্ণ পয়েন্ট ১। আপনি একটা প্রশ্ন করবেন তার উত্তর দিব আমি।

অতপর আমি একটা প্রশ্ন করব উত্তর দিবেন আপনি। একবারে শুধুমাত্র এটা প্রশ্ন করা যাবে। অন্যান্যঃ ১। আপনি আমি ছাড়া কোন তৃতীয় ব্লগার মন্তব্য করতে পারবেন না। শুধু আমাদের আলোচনা দেখতে পারবেন।

২। কোন তৃতীয়পক্ষ মন্তব্য করলে সেটা ডিলেট করতে হবে। আলোচনা যাতে সুন্দর মতো সামনে এগিয়ে যায় সে জন্যই এই ব্যবস্থা। কারণ আপনার আমার বক্তব্যের মধ্যে নতুন কেউ মন্তব্য করলে আলোচনার মোড় ঘুরে যাবে। ৩।

যারা অজ্ঞ তারা মুসলিম হিসেবে বিবেচিত হবে এবং এই আলোচনার বাহিরে থাকবে। ৪। মাজহাবীরা কাফির মুশরিক বলতে সেই মাজহাবীদের বুঝানো হয়েছে যাদের নিকট সত্য প্রকাশ করা হয়েছে কিন্তু তারা তা মানছে না। সত্য প্রকাশের পর যারা সত্য মানে না তাদেরকেই কাফির মুশরিক বলা হইছে। ৫।

মাজহাবীদের কাফির মুশরিক বলতে সেই সমস্ত মাজহাবীদের বুঝানো হয়েছে যারা বলে ইসলামে ৪টা মাজহাব আছে, ৪টায় যেকোন একটায় প্রবেশ করা ওয়াজিব, ফরজ, নফল বা মুস্তাহাব অথবা যাওয়া যায়। আমার পক্ষ থেকে আরো তিনটি মূলনীতি প্রস্তাব করলাম, তা হল ১- আমাদের কেউ নিজেকে নবী, খোদা অথবা এর চেয়ে বেশী শক্তিশালি কিছু দাবি করতে পারব না। ২-আপনি ছাড়া অন্য কোন সম্বোধন কিংবা অশালিন ভাষা প্রয়োগ করতে পারব না। ৩-তার গুরুত্বপূর্ণ পয়েন্ট অনুযায়ি প্রথম প্রশ্ন আমার করার কথা। তাই প্রথম প্রশ্ন আমিই করব।

পাঠকদের সাথে কয়েকটি কথাঃ ১-আলোচনার মোড় যেন না ঘুরে যায় সে জন্য এই পোস্টে ব্লগার শুধু মুসলিম ব্যতিত অন্য কোন ব্লগার কমেন্ট করতে পারবেন না। অন্য ব্লগাররা এই বিতর্কের বিষয়ে যেন মতামত জানাতে পারেন, তার জন্য এই পোস্টের একটি সাব পোস্ট দিব এবং লিংক কমেন্টে দিয়ে দিব। ২-আমি কোন পেইড ব্লগার নই। পড়াশুনার পাশাপাশি আনন্দ লাভের জন্য এবং লেখালেখির যোগ্যতা অর্জনের জন্য ব্লগিং করি। দিনে সর্বোচ্ছ এক থেকে দেড় ঘন্টার বেশি সাইবার ক্যাফে আসা আমার পক্ষে সম্ভব নয়।

তাই অনেক সময় কমেন্টের উত্তর দিতে আমার দেরি হতে পারে। ৩-বাস্তব জীবনে অনেক বিতর্কে অংশ নিলেও ভার্চয়াল জগতে এটাই আমার প্রথম বিতর্ক। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখি। ৪-আজ যে বিতর্কে আমি অংশ নিচ্ছি সেটা আমার ব্যক্তিগত। আমার কোন ভুল-ত্রুটি হলে হানাফি মাযহাবের কেউ দায়ি হবেন না এবং আমার ভুল-ত্রুটি তাদের বিপক্ষে দলিল হবে না।

৫-অনেক সময় দেখা যায় কমেন্ট বেশি বড় হলে নিচের দিকের কমেন্টে কালো দাগ পড়ে যায়। এই পোস্টেও এমন হলে আমি আরেকটি নতুন পোস্ট দিয়ে এই পোস্টের বিতর্ক সেখানে টেনে নিয়ে যাব। ৬-এই পোস্ট এডিট হবে না এবং এই পোস্টে ব্লগার শুধু মুসলিমের কোন কমেন্ট করা হবে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.