এ আর জাকির
নিজেকে জানার প্রথম পন্থা হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি হলো নিজেকে শুদ্ধি অর্থাৎ আত্মার শুদ্ধি। আমাদের শরীরের যেমন বিভিন্ন ধরনের রোগ আছে তেমনি আমাদের মনেরও রোগ আছে। শরীরের রোগ দূর করার জন্য যেমন ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় তেমনি মনের রোগ দূর করার জন্য আমাদের প্রত্যেককে ওই রকম একজন মনোবিজ্ঞানী অথবা মনের ডাক্তারের কাছে যাওয়া একান্ত উচ্তি। এখন প্রশ্ন হলো, আসলে মনের ডাক্তার কে? বা থাকলেও তাকে চিনার উপায় কি? এ সম্পর্কে বিভিন্ন গ্রন্থেও অনেক নির্দেশ দেয়া আছে।
মনের ডাক্তার হলো আউলিয়া কেরামগণ। যিনি আত্মশুদ্ধির মহান দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি আজ থেকে ১৪৫৩ বছর আগে ধুলির ধরা থেকে বিদায় নিয়েছেন। তারপর থেকে চার খলিফা একে একে মহান দায়িত্ব পালন করে তারাও জগত থেকে গুজরিয়ে গিয়েছেন। সাহাবাদের যুগ শেষ হয়। এরপর পরে আসে তাবেঈন এবং তাবে তাবেঈনদের যুগ।
এ যুগের অবসান হয় দীর্ঘ ১১০০ বছর পূর্বেই। পরবর্তীতে নিজেকে চেনার বা শুদ্ধ করার বারতা নিয়ে জগতে আসেন আউলিয়া কেরামগণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।