আমাদের পৃথিবীটা অনেক বেশি সুন্দর !
আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ মাসকে রহমত,মাগফিরাত ও নাজাতের মাসও বলা হয়। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগ -তিতিক্ষার মাস। মহান আল্লাহ তায়ালা প্রাপ্ত বয়স্ক প্রতিটি নর-নারীর জন্য রোজাকে ফরয করে দিয়েছেন। রোজা আমাদের ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি।
নিজেদের শুদ্ধ করে নেয়ার মাস হচ্ছে পবিত্র রমজান মাস। আসুন, আমরা সবাই যেন সঠিক ভাবে ও সঠিক নিয়মে রোজাগুলো রাখতে পারি, এই হোক আমাদের কামনা।
শুধু রোজা রেখে উপোস করলেই হবে না। নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করতে হবে। ইবাদত বন্দেগী ছাড়া, সর্বক্ষেত্রে আমাদের সর্বোচ্ছ সংযম প্রদর্শন করতে হবে ।
মিথ্যা কথা, কারও সম্পর্কে গীবত করা, সুদ, ঘুষ, দূর্নীতি ও বিভিন্ন অপপ্রচার থেকেও আমাদের বিরত থাকতে হবে। কেননা, এসব প্রতিটি কাজই ইসলাম সমর্থন করে না। আসুন আমরা সবাই রোজা রাখার চেষ্ঠা করি এবং বিভিন্ন পাপাচার কর্ম থেকে বিরত থাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।