আমি জীবনকে ভালবাসি, নিজের ঘর কে ভালবাসি তাই নিজের দেশকেও ভালবাসি
মনটা ভীষণ উড়ু উড়ু,
আমি যেন উড়ো পাতা
উড়তে উড়তে কোথায় যাব , ঠিকানা ঠিক
কোথায় পাবো
নাকি শেষে হারিয়ে যাবো
এই আমি এই উড়ো পাতা, উড়ো পাতা
মন টা ভীষণ উড়ু উড়ু টেবিলে বই, লেখার
কাগজ
ঝড় বয়ে যয় মনের ভেতর; সব
উড়ে যায়
আমিও যাই।
মনটা ভীষণ উড়ু উড়ু, শালবনে
কার ছায়া ডেখি
লোকাল ট্রেনে যাচ্ছি কোথায়!
আমার এখন মনে পড়ে তোমার চোখ
বৃষ্টি নামা
তবু উড়ু উড়ু এই দুপুরে মধুপুর হয় না নামা।
মহাদেব সাহার এই কবিতা মনে হল মনের কথা বলে গেল ...........।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।