অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সময় এখনই। যারা এখনও ভাবছেন শাহবাগ যাবেন কিনা! কি লাভ ঐখানে গিয়ে। আরো মানুষ তোহ আছে, আপনার গিয়ে কি হবে? কি দরকার ভেজালের? এত ক্লান্ত হয়ে সারাদিন পর বাসায় ফিরলাম, এখন আবার সারা রাত ঐখানে কাটাবো? তাদের বলছি, হ্যা ভাই... যদি আপনার মা কে কেউ আপনারই সামনে ধর্ষন করে, সেই শুয়োরটা যদি আপনারই সামনে দিব্যি ঘুরে ফিরে বেড়ায়... কেমন লাগবে? নিজের মায়ের এই অত্যাচারের বদলা, নিজেকে আরেকবার বাঙ্গালি হিসেবে প্রমান করার জন্য হলেও দয়া করে শাহবাগ যাবেন। হাত জোড় করে বলছি। কোন দলের না হয়্য, কোন দলের কথা না ভেবে... নিজেকে একটা বার বাঙালি ভেবে সবাই শাহবাগ চলেন। দেখিয়ে দেই আমরা সেই জাতি যারা ৫২,৬৯,৭১ এ ফুসে উঠেছিলাম। ২০১৩ এর গণ জাগরনে অংশ নিন, ইতিহাসের পাতায় নিজের নামটা এক কোনে জায়গা করিয়ে নিন, শুধু... বাঙালি হিসাবে। শুধু... "জয় বংলা, এক দফা-এক দাবি- রাজাকারের ফাসি।" [[ধ্রুব]]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।