আমাদের কথা খুঁজে নিন

   

আজকে হারায় গেছিলাম



আজকে একটু হারায় গেছিলাম । মাকের্টে গেলাম সন্ধ্যায় । একজায়গায় অনেক গুলো মাকেট আমি দূরের টায় গেলাম । এখানে কারো দেখা না পেয়ে জোরে হাটা ধরলাম সামনের মাকেটে । পুরা আউলা ঝাউলা করে খুজলাম বাসার কাউকে দেখিনা ।

পার্স আনি নাই ,হাতে তিন টাকা আর মোবাইল মার ব্যাগে রেখে দিছি । ভাবিয়া চিন্তা করে দোকান থেকে ফোন করলাম , কেউ ধরেনা । অনেক বার ট্র্রাই করার পর কল ব্যাক করল । বলল ওরা আসবে সামনের মাকেটে । আমি আবার দাড়ায় ওয়েট করলাম ওয়েট করলাম ।

হঠাৎ অনেক কান্না পাইলো । বাসা তালা মারা কোন রাস্তা নাই । আবার ফোনের দোকানে ডুকলাম ফোন দিলাম মা,বুবু কোন দোকানে সেটার নাম শুনে ফোন রাখলাম । এবার ২ টাকা দিবো । হাতে চকলেট আর টাকা মিলে আঠালো কাগজ হয়ে গেছে ।

লোক তো টাকা নেয় না বলল পরে দিলে চলবে । তাড়াতাড়ি হাটা ধরলাম সামনে গিয়ে ওদের দেখে রাগে কষ্টে কাদলাম চিল্লান দিলাম । পরে সারা পথ মায়ের আচল ধরে ঘুরলাম । হাটতে হাটতে আর ভাবতে ভাবতে এত ক্লান্ত লাগতেছে এখন ঘুম আসতেছে । আগের কয়েক রাত ৩ টায় ঘুম দিছি ।

আজকে পুরা পোলাপাইন হয়ে গেছি । মাঝে মাঝে দুপুর আর সন্ধ্যা র দিকে মাইকিং করে এত ঘটিকায় ...... হারায় গেছে তার পরনে ছিলো ........ তার গায়ের রং...... কোন স হৃদয় খুজে পেলে যোগাযোগ ...... ভাবতাম মানুষ হারায় কিভাবে না এখন থেকে মাইকিং গুলো শুনা উচিত । আর চোখ খুলে রাখতে পারছিনা । কি লিখলাম কে জানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.