আমাদের কথা খুঁজে নিন

   

পেটের পীড়ায় আক্রান্ত ভেনেজুয়েলা দল

ভেনেজুয়েলার কোচ সিজার ফারিয়াস এক সংবাদ সম্মেলনে জানান, তার দলের ২০ জন খেলোয়াড় পেটের পীড়ায় ভুগছেন।
"তারা রাতে ঘুমাতে পাড়েনি। তারা ঠিকমতো অনুশীলন করতে পারছে না।"
অবশ্য অসুখের ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু তিনি সাংবাদিকদের বলেননি।
দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে কেবল ভেনেজুয়েলাই কখনও বিশ্বকাপে খেলেনি। বাছাইয়ে বর্তমানে নয়টি দলের মধ্যে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে আছে তারা। ২১ পয়েন্ট নিয়ে চিলি আছে চতুর্থ স্থানে।
লাতিন আমেরিকার বাছাই পর্ব থেকে শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পঞ্চম স্থান পাওয়া দলটিকে প্লেঅফ খেলতে হবে এশিয়ার পঞ্চম হওয়া দলের সঙ্গে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.