আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকাররে ফাসি হলে আমার মনের খুদা,মনের জ্বালা মিটবে কিন্ত এদিকে পেটের খুদায়,পেটের জ্বালায় মরি মরি

রাজাকারের ফাসি হলে আমার মনের খুদা,মনের জ্বালা মিটবে কিন্ত এদিকে পেটের খুদায়,পেটের জ্বালায় মরি মরি। আমরা গরীব,নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তায় জীবন আর চলে না। দেশে ১৬ কোটি মানুষের মধ্যে গনজাগ রনে অংশগ্রহনকারীর সংখা এবং রাজাকারদের পখ্খে ধর্মং বাচানোর মিছিলে অংশগ্রহনকারীর সংখ্যা বাদে ,এদেশে আরো অনেক মানুষ আছে,যাদের মধ্যে একজন আমি। যে পরিবারে ৭১সালে ১জন ছিলো মুক্তিযোদ্ধা,১জন ছিলো নকশাল,২জন ছিলো রাজাকার। সেই পরিবারে বড় হয়ে আমি স্বপ্ন দেখি সমস্ত বাংলাদেশের দরিদ্র ব্যাক্তিদের ও সকল জনগনের জন্য ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন ব্যবস্থা বাস্তবায়ন হবে।

আমি অধার্মিক নই। অবাক হই যখন দেখি ইসলামী সমমনা দলগুলি বাংলাদেশে বেশ্যালয়,বেশ্যাবুত্তি,নাইট ক্লাব বন্ধের জন্য লাগাতার হরতাাল দেয়না,পবিত্র ঈদ উপলখ্খে ঝিকঝাক ধুমধাম গানের সিডি,ঝুমুর ঝুমুর কোমর দুলানো নাচের সিনেমা মুক্তি বন্ধে লাগাতার হরতাাল দেয়না। এগুলো পবিত্র কোরআনের অবমাাননা নয়। পবিত্র কোরআনের অবমাাননার এসব ইস্যুতে হরতাল আন্দোলন করলে আমেরিকা অখুশি হবে ! তাহলে আমরা কি আমেরিকা অনুসারী। আমেরিকায়তো কুমারী মাতৃত্ব সমকামী বিবাহ স্বীকৃত আবার প্রচুর যাজক ও গীর্জা আছে।

আমরা গরীব,নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তায় জীবন আর চলে না। রাজাকারের ফাসি হলে আমার মনের খুদা,মনের জ্বালা মিটবে কিন্ত এদিকে পেটের খুদায়,পেটের জ্বালায় মরি মরি। আমরা গরীব আমাদের বস্তির অস্বাস্থ্য—কর জীবন,ফুটপাতের অস্বাস্থ্য—কর নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তায় জীবন আর চলে না। আমাদের আর ভুল পথে পরিচালিত করবেননা। আসুন সকলে একমত হই সকলে মিলে বাংলাদেশের দরিদ্র ব্যাক্তিদের ও সকল জনগনের জন্য ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করি।

তরুণ প্রজন্মের গন জাগরন হোক ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.