জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
প্রতি বছর বলা এবারই শেষ সুযোগ। তারপরও প্রতি বছরই এরকম সুযোগ রাখা হয়। বাজেটের সময় এলেই এই সুযোগের কথা আসে। কালো টাকা সাদা করার সুযোগ। প্রতি বছর এই সুযোগ আসে। তার চেয়ে এই সুযোগ স্থায়ী করে দিলেই হয়। কালো টাকা বলে কিছু না রাখলেই হয়।
তবে এখন আমাদের জানা দরকার এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা জানার অধিকার রাখি ---
১. এই কালো টাকার মালিক কারা ?
২. তারা কী পরিমাণ কালো টাকা সাদা করেন ?
৩. কালো টাকা সাদা করার পর সেই টাকা কোন কাজে লাগান তারা ?
৪.এই কালো টাকা আয়ের উৎস কী ? কোন উৎস থেকে বছরের পর বছর তারা কালো টাকা আয় করছেন ?
৫. দেশে মোট কালো টাকা আয়কারী সংখ্যা কত ? এরা কি অনেক বেশি ? জনসংখ্যার কত পার্সেন্ট ?
৬. কালো টাকা সাদা করার সুযোগ দিলে দেশের কী উপকার হয় ? সত্যি কি সেই টাকা দেশ ও জনগণের কাজে লাগে ? এই টাকা সাদা না করলে রাষ্ট্রের কী পরিমাণ ক্ষতি হবে ? আসলেই কি ক্ষতি হবে ?
৭. এই সব কালো টাকার মালিকদের রক্ষার দায়িত্ব কি রাষ্ট্রের ? সংবিধান কি তাই বলে ? তারা কি অপরাধী বা দুর্নীতিবাজ নয় ?
৮. জনগণ কি এই সব কালো টাকার মালিকদের সম্পর্কে জানার এবং তাদের চিনে রাখার অধিকার রাখে না ?
৯. কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে প্রকৃতপক্ষে কালো টাকা উপার্জনকে উৎসাহিত করা হয় না ?
১০. যদি কালো টাকা সাদা করার সুযোগ থাকে, তবে কেন কালো টাকা উপার্জন করার কুবুদ্ধি সবাই করবে না ? এই কুবুদ্ধি কি সাধারণ মানুষকে দুর্নীতিবাজ বানায় না ? একদিকে দুদক দিয়ে দুর্নীতি বন্ধ করার আয়োজন অন্যদিকে কালো টাকা সাদা করার সুযোগ, ব্যাপারটি ডাবল স্ট্যান্ডার্ড নয় ?
১১. কালো টাকা সাদা করার সুযোগ তাদের জন্য অপমানজনক নয় যারা সৎ উপার্জন করে ?
১২. রাষ্ট্রের দায়িত্ব কোনটি ? সৎ মানুষের পক্ষে দাঁড়ানো নাকি অসৎ মানুষের পাশে দাঁড়ানো ?
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।