আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুদ্ধাপরাধীদের ভোটাধিকার বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করায় প্রধান বিরোধী দল বিএনপির কঠোর সমালোচনা করেছেন।
 
 
বাংলাদেশ সময় আজ বিকেল পাঁচটার দিকে তার ফেসবুক পেজে একটি পোস্টে জয় বলেন, `ছোট্ট একটা সংবাদ আমাকে বিব্রত করেছে। খবরটি হলো: রাজাকারদের ভোটাধিকার বাতিলে মনি্ত্রসভার যে সিদ্ধান্ত তার বিরোধিতা করেছে বিএনপি। এটা অবিশ্বাস্য ঘটনা! যারা বাংলাদেশের অস্তিত্বে বিরোধিতা করেছিল তারা কী করে ভোট দেয়ার অনুমতি পায়? আমাদের বিরোধীদল তাদের ভোটাধিকার চাইছে, এটা লজ্জাজনক। এভাবে বিএনপি আবারো রাজাকারদের পক্ষে গিয়ে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে। এটা তাদের দেশপ্রেমহীন এবং বাংলাদেশবিরোধী অবস্থান।"
 
 
জয় সবাইকে তার সঙ্গে যোগ দেযার আহ্বান জানিয়ে লেখেছেন, `রাজাকারদের সমর্থনকারী বিএনপিকে জানাই ধিক্কার এবং সব রাজাকারদের `না' বলতে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগ দিন।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.