"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা
আচ্ছা হ্যায় দিলকে পাস রাহে পাসবানে-অক্.ল
লেকিন কভি কভি ইসে তনহা ভি ছোড়িয়ে।
---------- ইকবাল
হৃদয়ের ঘরে বুদ্ধির বাস _
খুব ভাল, খুবই ভাল,
তবু মাঝে মাঝে ডালা খুলে দাও
হৃদয় ছড়াক আলো।
বুদ্ধির রাশ তুলে নাও তুমি
হৃদয়ের পীঠ থেকে
মুক্ত হৃদয় মানে না বিচার
বুদ্ধি যা-হোক লেখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।