আমাদের কথা খুঁজে নিন

   

চিরকুট

আমি বেচেঁ থাকতে ভালবাসি

গৃহ যুগ পার করে একদিন চলে আসি উন্মত্ত ময়দানে মাথার ওপর খোলা আকাশ হতে পেরে খেতে চাইলাম একখন্ড নীল, হলুদ তাপে শরীর ঘামিয়ে ছুটেছি আর শিস দিয়েছি সুর ভেজেছি বাঁধন ছেড়ার, ভীষন বিষন্ন প্রসূত সন্ধার দিকে লেলিয়ে দিয়েছি দূর্দান্ত অবজ্ঞা। অসময়ে চাঁদকেও হিচড়ে এনে মাতাল করি ঘোলা চোখের কুয়াশা কাব্যে। তারপর! আরও অনেক তারপর কেটে যায়, নির্জন পার্কে বসে থেকে থেকে আবিস্কার করি অন্ধকারের গ্রহে সিগারেটের আগুনের আলোয় ঝরা পাতায় লেখা আত্মহননের চিরকুট।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।