আমাদের কথা খুঁজে নিন

   

সবাই আসুন নিজেরাই রাজাকারদের জেল ভেঙ্গে ফাঁসী দিয়ে ডিজিটাল ফ্যাসিবাদ রুখে দেই।

বড়ই অসভ্য বেহায়া জাতি আমরা। অন্তত শাহবাগের চেহারা দেখেত তাই মনে হয়। বিশ্বের অন্য কোন দেশ বা অন্য কোন জাতি হলে শাহবাগের আন্দোলন সরকার পতনের আন্দোলনের সমার্থক হত। কিন্তু আমরা এখানে দেখছি উল্টোটা। এদের হাবভাব দেখে মনে হয় দেশে আর কোন সমস্যাই নাই হাতে গোনা কয়েক যুদ্ধাপরাধীর ফাঁসী ছাড়া।

যদি এরাই প্রধান এবং একমাত্র সমস্যা হয়ে থাকে এবং ফাঁসী ছাড়া আর কোন সমাধান না থাকে তাহলে এই বিচার বিচার খেলার দরকার কি? দেশের সরকার তাদের, প্রশাসন তাদের কব্জায়, শাহবাগ থেকে জেলখানাও দুরে নয়। জেল থেকে তাদের ধরে এনে তাদের মঞ্চে ফাঁসী দিয়ে দিলেইত হয়। আশা করা যায় এরপর আমরা দ্রুত উন্নতির শিখরে উঠে যাব। আমাদের দেশ হবে সিঙ্গাপুর-সুইজারল্যান্ডের মত। তারপর এখানে আর কোন বিশ্বজিতের করুণ মত্যু দেখবনা (২৮-শে অক্টোবরের লগী-বৈঠার ক্যারিশমা চলতে পারে অথবা সাম্প্রতিক র‍্যাব-পুলিশের ট্রিগার-হ্যাপি বা চোখ উৎপাটন প্রাকটিজ চলতেই পারে কারণ বাংলাদেশের শরীর থেকে জামাত-শিবির নামক দূষিত রক্ত বের করার প্রয়োজন দেশকে সিঙ্গাপুর-সুইজারল্যান্ড বানানোর খাতিরে )।

দেশে পদ্মা সেতু হবে, ডেসটিনি-হলমার্ক কেলেঙ্কারি হবেনা, দেশ আর কোন দিন দুর্নীতি পরায়ণ দেশের কাতারে থাকবেনা। বস্তা নিয়ে কোন কাল বিড়ালের উৎপাত সহ্য করতে হবেনা। বারবার শেয়ার বাজারে আহাজারি দেখতে হবে না। দেশে আর কোনদিন পিলখানা হত্যাকাণ্ডের মত আর কোন হৃদয়বিদারক ঘটনা দেশবাসির দেখতে হবেনা। সিমান্তে আর কোন ফেলানির ঝুলন্ত লাশ দেখতে হবেনা।

দেশে আর কোন রাজনৈতিক হানাহানি হবেনা। শুধু শান্তি আর শান্তি। আমরা দেশবাসী পায়ের উপর পা তুলে শুধু খাব আর ঘুমাব। সর্বোপরি শাহবাগের মত ভবিষ্যতে আর কোন ডিজিটাল ফ্যাসিবাদের জন্ম হবেনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.