আমাদের কথা খুঁজে নিন

   

গণিত পাগলদের জন্য (৫): তিন বোনের বয়স

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

একবার ভলভো বাসে করে বাসায় ফিরছিলাম। বাসে আমার পাশে সীট নম্বর মিলিয়ে দেখে স্কুলের এক বাচ্চা ছেলে এসে বসল। তার সাথে আলাপ-পরিচয় হল। ছেলেটি গণিত পছন্দ করে শুনে তাকে একটি ধাঁধা দিলাম।

আমি তাকে বললাম, "আমার ৩ বোন--রিন, সোহা, সাজি। বোনদের সবার বয়স পূর্ণ বছর, যাদের গুণফল ক্রিকেট খেলায় দুই ওভারে স্বাভাবিক ভাবে (নো, ওয়াইড, বাই এগুলি বাদ দিয়ে) সর্বোচ্চ যত রান হতে পারে তার সমান। এবং মজার ব্যাপার হলো, তাদের বয়সের যোগফল এই বাসে আমার সীট নম্বরের সমান। তাদের বয়স কত?" ছেলেটি উত্তর দিতে পারছে না দেখে তাকে আরেকটি তথ্য দিলাম: আমার বোনদের মধ্যে বয়সে যে সবচেয়ে ছোট, সে একদণ্ড কথা না বলে থাকতে পারে না। রাজ্যের যত কৌতূহল তার, সবাই তার কথা শুনে হাসে।

এ কথা শুনে ছেলেটি বোনদের বয়সগুলি দিল। পাঠকের জন্য প্রশ্ন: আমার বোনদের বয়স কত? শুধু বয়সগুলি বললেই হবে, কার কত সেটি বলার প্রয়োজন নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.