যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আর ঐ পাড়ে আগলানো তিমিরের বৃন্দাবনে এসএমএস - এইবার ব্রাশফায়ার
যকৃত, ফুসফুসে ঢোকা টিভি ক্যামেরায় তাক করা বনেদী রাইফেল
চোখের মধ্যে ফাল্গুনের কড়া ফুলেল মারণাস্ত্র - এইতো ঠিকই আছে ভিজুয়াল আবেগ
পুরা পিলখানার বিবশ মঞ্চে রক্তের স্বাদ নেয়া গিরিখাদে এখন খন্ড খন্ড নিশ্বাস
আর নয়া কসাইখানায় জল্লাদের সাথে ব্রেকফাস্ট - একটু আগের ভুনা হাড়গোড়
দরবার হলে ওয়েডিং আর ভিডিও ফুটেজ খুঁজে স্মৃতির মিনার থেকে দুইপ্রস্থ আয়োজন
এইখানে সংগঠিত হত্যার নাম দিলাম হানাদারী বিদ্রোহ, এর নাম দিলাম রিয়েলিটি শো
এর মধ্যে থাকা কুশীলব, হাতিয়ারের তল্লাশী থেকে সরে যাক গোয়েন্দার বিষদাত
সংবাদের কাপ থেকে ওড়ানো হত্যার ধুয়ো থেকে সংসদের কুশলী বিবস্ত্র হায়েনারা
ছিলেছিবড়ে খেয়ে ফেলুক নিজেদের শেয়ালী চামড়া - আর ড্রেসিং রুমে পাউডার ঘসে
ক্যামেরার সামনে গ্লিসারিনের অশ্রুটুকুই কেবল নিখাঁদ পড়ে থাক.........
উৎসর্গঃ আহমাদ মোস্তফা কামাল ভাইকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।