আমাদের কথা খুঁজে নিন

   

অসুস্হ ও বিকৃত মানসিকতা

জীবন ও যন্ত্রণা

া অসুস্হ ও বিকৃত মানসিকতা এ যেন আমাদের নতুন পোষাকের আড়ালে আমাদের দেহের ক্ষত দগদগে ঘা। আমি ভেবে কষ্ট পাই কেন আমরা ভাল হতে পারিনা। মানুষ হয়ে এই নৃশংসতা আমাকে বিধ্বস্হ কর্‌ছে । মনে হয় শকুনেরাও এর চেয়ে ভাল অন্তঃত তারা ছিড়ে খায় মৃতদেহ মৃতের কোন কারণ না হয়েই। সৃষ্টির শ্রেষ্ট জীব হয়ে সৃষ্টি ধ্বংসের তান্ডবলীলায় যারা মেতেছিল তারা মানুষ আকৃতির অমানুষ। তারা অসুস্হ মাথার অসুস্হ প্রাণী। ধিক্কার ঐ নরপশুদের সত্বাকে। এ পৃথিবী পরবর্তী প্রজন্মের বসবাস যোগ্য করার লক্ষে আমি কায় মনে তাদের ধ্বংস কামনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।