আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর অনুরোধে এবং আমার অনুরোধ



আমার বন্ধু জামাল স্পেনে থাকে কিছুদিন যাবৎ ফোন করে খুবই বিরক্ত করছে কারন স্পেনে নাকি কিছু টেলিভিশন চ্যানেল আমাদের দেশের বিভিন্ন স্পট এর ছবি তুলে তা প্রকাশ করছে বিশেষ করে, কমলাপুর বস্তি, শনির আখড়া, রেলষ্টেশন, এবং বিভিন্ন ডাস্টবিন ইত্যাদি। তাদের ভাষ্য বাংলাদেশের মানুষ অধিকাংশ ভিক্ষুক এবং টেরোরিস্ট এরা খাবারের জন্য যুদ্ধ করে, খিদে লাগলে ছিনতাই করে ইত্যাদি ইত্যাদি। এখন জামালের ইচ্ছা আমাদের দেশে বিশ্বের সবচেয়ে বড় মেনগ্রোব সুন্দরবন, সবচেয়ে সুন্দর প্রাকৃতিক সি-বীচ এবং বিভিন্ন ঐতিহাসিক জায়গা সুন্দর সুন্দর স্থান থাকা সত্বেও কেন এগুলা প্রকাশ করে না। টিভি চ্যানেলের সাথে যোগাযোগ করা হলে তারা বলে, আমরা যা পেয়েছি তাই রচনা করেছি এখন যদি আপনার কোন ভাষ্য থাকে আমি প্রমান সহ আমাদের কাছে প্রকাশ করুন আমরা দেখব এবং প্রচার করব। জামাল আমাকে বলল, সুমন আমাকে আমাদের দেশের ঐতিহ্যবাহী জায়গার ছবি এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটা ইংরেজী রিপোর্ট তৈরী কর এবং ইমেইল করে পাঠিয়ে দেয়।

আমি বললাম, এটা তো তুই ওয়েব সাইট থেকে যোগাড় করতে পারিস, আমাকে বলল, হ্যা পারি কিন্তু আমাদের দেশের বিয়ে, গায়ে হলুদ, মৃত্যু, কবর এই গুলা পাবনা যদি সম্ভব হয় সবগুলো আমাকে পাঠিয়ে দেয়। শত হলও বন্ধু তার উপর দেশ, নিজের মাতৃভূমিকে অন্য একটি দেশের কাছে উপস্থাপন করতে পারা এটাই বা কম কিসে। কিন্তু এই কাজ আমার দ্বারা হবে না তাই ভাবলাম দেখি আপনাদের সাহায্য নিয়ে যদি পাঠাতে পারি। কেউ কি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন? অথবা একেকজন একেকটি জায়গার ছবিসহ তার বর্ণনা দিলেন। ঐতিহ্যবাহী জায়গা এবং বিয়ে গায়ে হলুদ ইত্যাদি প্লিজ সাহায্য করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।