ঘুমাও ঘুমাও সূর্য্য সেনারা
ঘুমাও মাটির ঘরে
তোমাদের কথা অম্লান রবে
বাঙালীর অন্তরে
তোমাদের তরে যখন বাজছে
শ্রদ্ধার ভিউগল
সারাটা জাতির নয়ন তখন
অশ্রুতে টলমল
মানুষ রূপী পশুদের হাতে
তোমাদের তীরোধানে
শোকের পাহাড় বেঁধেছে বাসা
কৌটি বাঙালীর প্রাণে
বাংলা মা-এর বীর সন্তান
শহীদ সেনানী দল
তোমাদের শোকে ম্লান হলো আজ
পাহাড় মাটি ও জল
যে দেশের মাটি ভালোবেসেছিলে
জীবনের প্রতিক্ষন
সে মাটির তরে করেছো তোমরা
মৃত্যু আলিঙ্গন
বাংলাদেশের সোদামাটি আর
সবুজ দুর্বা ঘাসে
তোমাদের খুন হৃদয় জুড়াবে
চন্দনো সুবাসে
তোমাদের খুনে রাঙালো যাহারা
ঢাকার পিলখানা
মানুষের রুপে এরা সব হলো
বিভৎস হায়না
হায়নার দল লিখলো যেভাবে
লোমহষর্ক কাহিনী
হার মানিয়েছে তারা আজ সেই
আইয়ুব- ইয়াহিয়া বাহিনী
সুশৃংখল বাহিনী যাদের
দেশ পোড়াবার মন্ত্রে
হটাৎ বন্য পশুর মতোন
মেতেছিলো ষড়যন্ত্রে
বাংলাদেশের শান্তি প্রিয়
কোটি কোটি জনগন
করবে অচিরে সেই পশুদের
মুখোশ উন্মোচনর
ঘুমাও ঘুমাও ভায়েরা মোদের
ঘুমাও মাটির ঘরে
অশেষ শান্তি বষির্ত হোক
তোমাদের কবরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।