- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
প্রার্থনা আর বিশ্বাস, পরমানন্দে শেষ নিঃশ্বাস
আহ্বানের নেই কোনো মরম-
শিরা-উপশিরায় পরনিন্দার বীজ
মুখ ও মুখোশে মহত্ত্বের নগ্ন তেজ
আপন ঘরের আনাচে-কানাচে ময়লার স্তুপ!
দুর্গন্ধ আত্মায় লাগে, বুঝে সর্বময় সাধুরূপ।
পাওয়ার প্রলোভনে চাওয়াতে আসে মিথ্যা
চাওয়ার মৃত্যুতে জন্ম নেয় চিন্তাহীন সত্ত্বা।
প্রার্থনা আর বিশ্বাস, পরমানন্দে শেষ নিঃশ্বাস
আহ্বান রণিত হবে আমৃত্যু।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।