যে বিডি আরদের কারনে জাতির আজ এতো বড় ক্ষতি হয়ে গিয়াছে, যাদের কারনে আমরা হারাইয়াছি আমাদের সম্পদ যারা জাতি সংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছিলো। আমাদের কিভাবে এই ঘাঁ শুকাবে। নিহতের পরিবারকে কি বলে সান্তনা দিবো। কোন ভাষা আমাদের জানা নেই। ভাষা হারিয়ে বাক্য হারিয়ে জাতি আজ দিশেহারা। আর এই দিশেহারা জাতির একজন হিসেবে আমি এই বিডিআরকে সম্পূর্ন ভাবে বিলুপ্ত করে সেনাবাহীনি থেকে জনবল নিয়া নতূন একটি বাহীনি করে কিংবা সেনাবাহীনি দিয়া দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত করার জন্য অনুরোধ করছি। নতূবা অদূর ভবিষ্যতে আবারো যে এই ঘটনার পুনরায় হবেনা তার নিশ্চয়তা কে দিবে?যাদের হাতে দেশের সম্পদের এতো বড় ক্ষতি তাদের হাতে সীমান্ত কতটুকু নিরাপদ?তারাতো দেশকেও বিকিয়ে দিতে পারবে নিজেদের স্বার্থের একটু হেরফের হলেই। তাই বিডিআরকে সম্পূর্ন ভাবে বিলুপ্ত করা হোক। ফ্রম নাউ নো নিড বিডিআর!!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।