আমাদের কথা খুঁজে নিন

   

বিডিআরের কাছে বন্দুক দেয়া হয়েছে কি জন্যে? লাশের বদলে লাশ ফেলতে না পারলে বিডিআরকে সীমান্ত থেকে ফেরত আনা হোক।

আমি যদি আরব হতাম মদিনারই পথ এই পথে মোর হেটেঁ যেথেন নূরনবী হজরত

View this link ''রাজশাহীর মতিহার থানা এলাকার খানপুর সীমান্তে শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ গুলি করে দুই বাংলাদেশীকে মেরেছে। নিহতরা হলেন সিরাজুল ইসলাম ও জাহেদ উদ্দিন। বিএসএফ সদস্যরা নিহতদের লাশ ফেরত দেয়নি। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভূগলঘরির জগন্নাথপুর এলাকায় বলে জানা গেছে। '' বিএসএফ শুধু মানুষ মারবে বিডিআর শুধু পতাকা বৈঠক করে লাশ ফেরত আনবে এটা কোন ধরনের কথা? ফেলানির রক্ত শুকানোর আগেই নতুন করে আরো দুটো লাশ ফেলল বিএসএফ।

উপযুক্ত জবাব বিডিআর দিচ্ছেনা বলেই এটা বারবার ঘটছে। তাই একটা লাশ ফেললে ভারতের দুটো লাশ ফেলতে হবে। বেশি জবাব দেয়া লাগবেনা। মাত্র দু চারটা লাশ ফেলে দিলেই বিএসএফ এর মাথা কাজ করতে শুরু করবে। তখন গুলি করতে এদের হাত কাপবে।

{যদিও ক্ষমতায় বসার পর থেকে বর্তমান সরকার বিডিআরকে দুর্বল করতে ব্যস্ত। যার সর্বশেষ প্রমাণ বিডিআরের নাম পরিবর্তন}

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.