আমাদের কথা খুঁজে নিন

   

লোকসানে পরে কোম্পানী বিক্রি করল নোকিয়া

নকিয়ার মোবাইল বিভাগ কিনতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। পাশাপাশি নকিয়ার বিভিন্ন প্রযুক্তির মেধাস্বত্ব ও ম্যাপিং সেবার নিয়ন্ত্রণও নিতে যাচ্ছে তারা। এ জন্য মাইক্রোসফটকে গুনতে হচ্ছে প্রায় ৭২০ কোটি ডলার। প্রতিষ্ঠান দুটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ২০১৪ সালের প্রথমার্ধে এ চুক্তি হবে। এরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নকিয়ার প্রায় ৩২ হাজার কর্মী মাইক্রোসফটে যোগ দেবেন। মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার জানান, এটি ভবিষ্যতের জন্য একটি দৃঢ় পদক্ষেপ। উভয় প্রতিষ্ঠানের কর্মী, অংশীদার ও ক্রেতারা এর মাধ্যমে লাভবান হবে। কয়েক বছর ধরে মোবাইল বাজারে নিজেদের দখল হারাচ্ছিল নকিয়া, বিশেষ করে অ্যাপল ও স্যামসাংয়ের তৈরি মোবাইলের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।