আমাদের কথা খুঁজে নিন

   

লোকসানে সনির প্লেস্টেশনথ্রি

আমি কাক নই, আমি মানুষ...

বিখ্যাত ইলেক্ট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান সনির মুনাফা বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিল থেকে জুন এই তিন মাসে তাদের মুনাফার পরিমান দাঁড়িয়েছে ৫৫২ মিলিয়ন ডলারে। যা গেল বছরের তুলনায় অনেক বেশি। তবে এই বেশি নিয়েও মোটেই খুশি নয় সনি। কারণ মুনাফা এলেও তাদের নেক্সট জেনারেশন গেমিং কনসোল প্লেস্টেশনথ্রি মুনাফাতো অর্জন করতে পারিনি।

বরং আরও লোকসান দিয়েছে। লোকসানের পরিমান ২৯.২ বিলিয়ন ইয়েন। যা সনির মনঃপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে । সনির মুনাফার বেশিরভাগই এসেছে হ্যান্ডিক্যাম ভিডিও ক্যামেরা এবং ব্রাভিয়া লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (এলসিডি) টেলিভিশন সেট থেকে। মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০ এবং নিনটেনডোর উই গেমসের সাথে প্রতিযোগীতা করতে সনি প্লেস্টেশনথ্রি বাজারে ছাড়ে।

যদিও সনি প্লেস্টেশনথ্রিকে সময় মতো বাজারে ছাড়তে পারেনি। ধারণা করা হচ্ছে দেরিতে বাজারে ছাড়ার কারণে সনি এই লোকসানের সম্মুখীন হয়েছে। সনি ইতিমধ্যে মার্কিন বাজারে প্লেস্টেশনথ্রি এর দাম কমিয়েছে। তাছাড়া ২০০৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ১১ মিলিয়ন ইউনিট প্লেস্টেশনথ্রি শিপমেন্ট করার ঘোষণঅ দিয়েছে। এদিকে নিনটেনডো ২০০৮ সালের মার্চ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য বিক্রির পরিমাণ নির্ধারন করেছে ১৬.৫ মিলিয়ন ইউনিট।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।