আমাদের কথা খুঁজে নিন

   

আবারও বিলিয়ন লোকসানে ব্ল্যাকবেরি

অ্যাপলের আইফোন আর গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিপরীতে ব্ল্যাকবেরি প্রতিযোগিতার বাজারে এতোটাই পিছিয়ে পড়েছে যে, লাভের আশার বদলে আপাতত খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে লোকসানের অংকটা কমিয়ে আনার চেষ্টা করছে কানাডিয়ান প্রতিষ্ঠানটি।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বশেষ আর্থিক বছরে কেবল বিক্রি না হওয়া ব্ল্যাকবেরি জেড১০ স্মার্টফোনগুলোর জন্য প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ৯৩.৪ কোটি ডলার। বিশ্লেষকরা বছরের চতুর্থ প্রান্তিকে ১১০ কোটি ডলার আয়ের আশা করলেও প্রকৃত আয় ছিল ৯৭.৬ কোটি ডলার।
তবে পুরো বছর লোকসান গুনলেও আর্থিক বছরের শেষ তিন মাসে লোকসানের লাগাম টেনে ধরতে পেরেছে প্রতিষ্ঠানটি। ১ মার্চ শেষ হওয়া চতুর্থ প্রান্তিকে ব্ল্যাকবেরির লোকসানের পরিমান ছিল ৪২.৩ কোটি ডলার ছিল আশংকার তুলনায় কম।


চতুর্থ প্রান্তিকের আর্থিক অবস্থা ইতিবাচক দৃষ্টিতেই দেখছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি এখন লাভ এবং প্রবৃদ্ধির পথে ফিরছে বলেই বলা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ব্ল্যাকবেরি ‘নিরাপদ আর্থিক স্থিতিশীলতা’ ফিরছে বলে মন্তব্য করেছে ব্ল্যাকবেরি সিইও জন চেন।
চেন অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে ব্ল্যাকবেরির দায়িত্ব নেন ২০১৩ সালে নভেম্বর মাসে। এরপর থেকেই প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থায় পরিবর্তন আনতে একরকম লড়াই করে চলেছেন তিনি।

লোকসান থেকে বেরিয়ে সেবাভিত্তিক ব্যবসায় খাত আর কিবোর্ড ডিভাইসের উপর মনোযোগ দিতে চাইছে সাবেক শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.