আমাদের আবুল, মানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেব, এতদিনে একটা ভাল খবর দিলেন! তার নিজের এখতিয়ার ভুক্ত দফতরের- বিভিন্ন প্রতিষ্ঠানের নানা আর্থিক কেলেঙ্কারিতে তিনি তো অনেক আগেই "কেলেঙ্কারির এক শেষে" পরিণত হয়েছেন! সাথে সাথে বর্তমান সরকারেরও দফারফা করে ছেড়েছেন!
যাক! তাও ভাল যে, শেষবেলায় দেশবাসীকে তিনি অন্তত একটা সুখবর শোনাতে পেরেছেন!
আর এই সুখবরটা হল, “২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বছরে ৯২৩ ডলার থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪৪ ডলার।” মানে আমাদের মাথাপিছু আয় এখন ১,০৪৪ ডলার/বছরে!
স্বাধীনতার ৪২ বছর পর আমরা অবশেষে একটা পর্যায়ে এসে পোঁছালাম! পার হলাম একটা কঠিন ধাপ! এটাকে আবার গিটঠু ছাড়াও বলা যেতে পারে! মানে আমি বলতে চাচ্ছি, আমাদের অন্তত একটা গিটঠু ছেড়েছে!
আপনি হয়ত একটাকে একজন ছাত্রের S.S.C পাশের সাথে তুলনাও করতে পারেন! এরপর H.S.C, তারপর Bachelor Degree, তারপর Masters পাশ, তারপর, তারপর? ...... মানে তারপরের আর কোন শেষ নেই! পড়ালেখার কি আর শেষ আছে ভাই?
মাথাপিছু আয় বাড়ারও কোন শেষ নেই! এখন অতিদ্রুত আমরা H.S.C, তারপর Bachelor Degree, তারপর Masters পাশ করবো। তারপর, তারপর? ...... মানে তারপরের আর কোন শেষ নেই!
মানে আমরা এখন অতি দ্রুত LDC দেশের কাতার থেকে মধ্য আয়ের দেশের দিকে এগিয়ে যাব! খুব হলে ওখানে পৌছাতে আমাদের আর ১০ থেকে ১৫ বছর লাগবে! তারপরের ধাপে পৌঁছানোর সময় আরও কম লাগবে!
আমরা এগোতেই থাকবো!
গুডলাক বাংলাদেশ!
০৪/০৯/২০১৩, রাতঃ ১১.৩১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।