অাজ মহান একুশে ফেব্রুয়ারী । ভাষার জন্য অামাদের ভাষা সৈনিকরা সেদিন প্রান দিয়েছিলেন । তার ফল অাজ বিশ্বব্যপি পালিত হচ্ছে মতৃভাষা দিবস।
গতকাল থেকই টিভিতে দেখিছলাম খরটি জঙ্গিবাদ নিয়ে সকালে পত্রিকায় দেখলাম গাজীপুরে গ্রেনেড সহ সাত জেএমবি জঙ্গি অাটক সংবাদ সম্মেলনের সময় অাত্নঘাতি হামলা অাহত পুলিস সাংবাদিক সহ প্রায় ২০ জন । রাজধানীতে একুশে অনুষ্ঠানের হামলার পিরকল্পনা ছিল।
বাংলার অহংকার একুশে ফেব্রুয়ারি তার চেতনা এবং শিক্ষা কি এটাই ? এই জঙ্গিবাদের জনই কি তার ৫২তে শহীদ হয়েছে?
৫২তে যারা শহীদ হয়েছ তাদের অামারা িক জবাব দেব ???? অামাদের জবাব কি এটাই হবে যে অামারা পািরিন তোমােদর অর্জনেক ধরে রাখতে ?????
যারা এই জঙ্গিবাদ কে মদদ দিচ্ছে তারা এবং জঙ্গিরা বাংলার সন্তান হতে পারেনা তাদের বাংলাভাষায় কথাবলার অধিকার নেই।
অামাদের সবরই উচিত এই জঙ্গিবাদ এবং রাজাকার কে না বলার । সবাই নিজের অবস্থান থেকে সচেতন হলেই কেবল এটা সম্ভব । অামারা অার দেখতেচাইনা জঙ্গিবাদ, বোমাহমলা, এবং কোন রাজাকারের গাড়িত বাংলার অজর্ন অামার দেশের পতাকা ।
অামরা সবই বলি জঙ্গিবাদ এবং রাজাকারেক না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।