আমি একজন ই-পীর ব্লগের মডারেটরদের বলছি আপনারা কি এই জনতার সংগ্রামের ফলটা রাজনৈতিক দলগুলোর ঘরে তুলে দিতে চান? আপনারা কি জামাত-শিবিরের প্রোপাগন্ডা ছড়াতে মাঠে নেমেছেন "বাক-স্বাধীনতার" আড়ালে? জবাব যদি "না" হয় তবে এই আন্দোলনের সংকটময়য় সময় গুলোতে জামাত-শিবিরের কৌশলী আর প্রোপাগন্ডা পোষ্টগুলি দ্রুত সরাবার ব্যাবস্থা করুন। আগামী কয়েকটা দিনের জন্যে ২৪ ঘন্টা মডারেশনের ব্যাবস্থা করুন। শাহবাগ আর দেশের সর্বত্র ছড়িয়ে থাকা ছেলে-মেয়েগুলো আপনাদের খুব ভরসা করে, আপনাদের ব্লগে আসা পোষ্টগুলো তাদের আশা জাগায়। আর যদি ওপরের প্রশ্নের জবাবটা হয় "হ্যাঁ", তবে একটাই জিনিষ বলার আছে, আপনাদের নীতিমালা থেকেঃ ২খ (সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক) ২ঙ (ফ্লাডিং) ২চ(অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট) ৩খ(ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর) ৩ঘ(কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা), ৩ছ(সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ) ৩ঞ( স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট) ধারাগুলো মুছে দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।