আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে চাইনি তা না

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

তোমাকে চাইনি তা না তোমাকে চাইনি তা না- নিদারুন প্রেম তৃষ্ণায় ছুটেছিলাম তোমার পানে। তুমি মরু সাহারা হয়ে উষ্ণ হৃদয়ে ডেকেছিলে আমাকে- আমি ক্লান্ত যাযাবর, মাঝপথে থমকে দাঁড়িয়ে গেলাম মরীচিকার হাতছানি ভেবে। অথচ আরেকটু পথ পেরোলেই পেয়ে যেতাম বহু কাঙ্খিত এক মরুদ্যান। তোমাকে চাইনি তা না- তুমি বেদুইন নারীর মতোই আড়ালে ছিলে- অথচ আঁজলা ভরে রেখেছিলে সুশীতল জল শুধু আমারই জন্য। তুমি ডাকোনি বলেই- আমি শুন্য মশক হাতে শুধুই বিভ্রান্ত হলাম বিস্তৃত মরু প্রান্তরে। যাযাবরের রক্ত ছিলনা আমার শরীরে, তুমি ডাকলেই প্রলুব্ধ হতে পারতাম- হোক তা মরীচিকা। তোমাকে চাইনি তা না- তুমি যদি সেভাবে একটিবার ডাকতে, আমি বিশাল সাহারা পেরিয়ে আসতাম তোমার কাছে; হাতদুটো ধরে বলতাম- দেখো কত তৃষ্ণা জমে আছে আমার এই ক্ষুদ্র বুকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.