সততায় মৃত্যুও ভালো..........
বিশ্ব ভালোবাসার রাতে চ্যানেল আই খবরে জানলাম "চ্যানেল আই ও আবৃত্তি সমন্বয় পরিষদ" যৌথ ভাবে আবৃত্তির উপর দেশ ব্যাপি আবৃত্তিকারের খোঁজ শুরু করেছে। অনুষ্ঠানের নাম " আবৃত্তির ছন্দে আনন্দে" কেউ কি এর বিশদ জানাতে পারেন। যেটুকু আমি জানি তা হলো খুলনা থেকে শুরু করে গত ১৪ ফেব্রুয়ারী'০৯ ঢাকায় বাছাই পর্ব হয়েছে। দেশের অন্যখানে কবে, কখন আর কোথায় হবে।?।
স্মরণাপন্ন হলাম অনেকের কিন্তু তথ্য তথৈঃবচ....আরিফ জেবতিক ভাই বললেন চ্যানেল আইয়ের ফয়সাল ভাইয়ের কথা কিন্তু অনুসন্ধানে ফয়সাল অনেক, তাই গন্তব্যের ফয়সাল ভাইকে না পেয়ে উন্মুক্ত পোষ্ট দিলাম..........
অসীম আগ্রহে বসে রইলাম আশায়। আগাম ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।