আমাদের কথা খুঁজে নিন

   

ফারুকের আবৃত্তির অ্যালবাম

জনপ্রিয় লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে আবৃত্তি অ্যালবাম তৈরি করছেন অভিনেতা ফারুক আহমেদ। ১১ জানুয়ারি ধারাবাহিক নাটক 'তুমি' এর প্রচার শুরু উপলক্ষে এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ফারুক বলেন, হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেই কবিতার অ্যালবামটি তৈরি করছি। অ্যালবামে প্রায় ১০ থেকে ১২টি কবিতা থাকবে। এতে বেশ কয়েকজন জনপ্রিয় কবির কবিতা আবৃত্তি করব আমি।

তবে এখনো অ্যালবামের নাম ঠিক করা হয়নি বলে জানান এ অভিনেতা। আগামী বইমেলায় অ্যালবামটি বাজারে পাওয়া যাবে বলে ঘোষণা দেন ফারুক।

তিনি আরও বলেন, 'এটি আমার প্রথম কবিতার অ্যালবাম। আমি চেষ্টা করেছি হুমায়ূন স্যারের কিছু পছন্দের কবিতা রাখতে। আমার বিশ্বাস আছে দর্শকরা যারা আমার অভিনয় পছন্দ করেন তারা কবিতার অ্যালবামটিও পছন্দ করবেন।

'

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.