আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালী হমু (অপ্রকাশতি আবৃত্তির এ্যালবাম "রাজাকার রাজাকার-২" এর কবিতা- অডিও লঙ্কি সহ )

শূন্য

রক্তে রঞ্জিত শকুনীরা আবারো খামচে ধরতে চায় বাংলার মানচিত্র । আবারো আসছে সেই পঙ্গপাল জাতিকে দিতে চায় আবারো গালাগাল শালা বাঙ্গালী দেশটারে ভাইঙ্গা ফালাইছস , শুয়রের বাচ্চারা , পাক থাকতে তো বোমা ফুটে নাই এখন ফুটে কেন ? গজব নামছে , গজব । পাক্ নাই তো কি হইছে ? আমরা আছি দাঁড়ি , টুপি সাজাইয়া অধার্মিক মৌলভী । আরে ঐ তো ! ঐ তো ! আবারো গজব আইতাছে মাইয়া মানষের মাথায় কাপড় নাই ! আরে ! আরে ! ঐ পুলাডা করে কি ? কি ! জীবনের গান গায় ! লাথ্থি মার , ভাইঙ্গা ফেল জিন্নাহ্ ছাড়া কারো গান নাই । সব গান গুনাহ্ , নাযায়েজ জিন্নাহ্ শুধু বাবা আমার একমাত্র জায়েজ । আমার বাবা কেনো বাঙ্গালী দুঃখ আমার আজীবন জিন্নাহ্ যদি বাবা হইত থাকতো কত খুশি মন । একি ! মাইয়াডা এইভাবে চাইয়া আছে ক্যান ? বাহ ! চোঁখ দুইডা তো ভারি সুন্দর ফিগারটাও খারাপ না তয় বয়সটা আমার মাইয়ার মতন । দুঃখ আমার আজীবন কেন কিছুই পাইলাম না নাহ্ , ভাবতাছি এইবার বাঙ্গালী হমু শুনছি , তারা কখনো হারে না । "বাঙ্গালী হমু "কবিতার অডিও লিঙ্ক


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.