ভিয়েতনাম যুদ্ধের সময়ের পর, এই প্রথম যুক্তরাষ্ট্রের আর্মিতে অভিবাসী সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে সাময়িক অভিবাসনের অনুমোদন বা টেম্পোরারী ভিসা যাদের আছে, এদের ভিসাকে বিবেচনায় আনা যেতে পারে বলে জানায় নিউইয়র্ক টাইমসের এক সংবাদ বিজ্ঞাপ্তি। অবশ্য সেক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী সেনাবাহিনীতে রিক্রুটের জন্যে যথার্ত হলেই শুধু টেম্পোরারী ভিসার বিষয়টি দেখা হবে।
টেকনিক্যাল, মেডিক্যাল এবং দ্বিবাষিক ক্ষেত্রে এসব রিক্রুট বেশি হবে।
বলাবাহুল্য, আর্মিতে রিক্রুটযোগ্য ভিসার জন্যে যোগ্যতা, একজন সাধারন ইমিগ্র্যান্ট এ্যাপ্লিকেন্টের চেয়ে কয়েকগুন বেশি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।