আমি বেচেঁ থাকতে ভালবাসি
গতকাল হাট বইছিল
তাহারা আইছিল সক্কলে
ভালবাসার জনসভায়
দলে দলে মিছিলে
সন্ধায় পার্কে
গাছ, ছায়া আর আধাঁরে
তাহারা লিপ্ত হয়
জনপ্রিয় ওষ্ঠ-কারবারে
পীড়িত প্লাবনে হল একাকার
উদ্যানের সব গোপন আধাঁর।
কিন্তু সেই গোপন মেয়েটির
নিষিদ্ধ কামে দেহ কাপেঁনি
রাতে ফিরে খাওয়া হলনা
আজ তার গাহেক জোটেনি
মেয়েটি চেয়ে দেখছে বেশ
গাহেক কত হাটছে ঢের
অবাধ্য কত দুষ্টুমি
প্রেমিকার হাসি খুনসুটি
আহা!
পীড়িত প্লাবনে হল একাকার
উদ্যানের সব গোপন আধাঁর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।